বাংলা চলচ্চিত্র থেকে এখন সাধারণ মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। আর সেই সাথে বাংলা চলচ্চিত্র জগতের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের টক্কর দিতে পারেন ছোট পর্দার অভিনেতারা। আর তাঁদের তালিকায় রয়েছে বাংলা বিনোদন জগতের অন্যতম অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Divya Jyoti Dutta)।
টলি পাড়ার কম বয়সী অভিনেতাদের মধ্যে তিনি একজন। যেমন অভিনয় তেমনই হ্যান্ডসাম। সব মিলিয়ে তরুণীদের হার্ডথ্রব তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জয়ী সিরিয়ালের মাধ্যমে পরিচিতি ঘটেছিল তাঁর। তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে মুখ্য ভূমিকায় দেখা যায় তাঁকে।
View this post on Instagram
শুধু তাই নয়, সম্প্রতি প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা, আর সেখানে আবারও দর্শকদের ভালোবাসা লক্ষ্য করা গিয়েছে। তবে অভিনয়ের পাশাপশি তাঁর রয়েছে আরও কিছু গুণ। তার মধ্যেই অন্যতম হলো অভিনেতার নাচ। মাঝে মধ্যেই নিজের নাচের ভিডিও ভক্তদের সাথে শেয়ার করে নেন অভিনেতা। ঠিক এবারও সেই রকমই এক ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেখানে দেখা গিয়েছে অস্কার প্রাপ্ত গান নাটু নাটুতে নাচ করছেন তিনি। তাঁর পরনে ছিল কালো রঙের বডি ফিট টি শার্ট যা তাঁর রূপের জেল্লাকে আরও খানিকটা বাড়িয়ে তুলেছে। উল্লেখ্য, সম্প্রতি অস্কার জিতে নিয়েছে দক্ষিণ ভারতের ছবি আরআরআর এর জনপ্রিয় গান নাটু নাটু। আর এবার সেই গানে তাল মিলিয়ে দর্শকদের নজর কাড়লেন টলি পাড়ার অভিনেতা।