Howrah: রাম নবমীর অনুষ্ঠানে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হাওড়া

রামনবমীর (Ram Navami Celebrations) মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়া (Howrah) এলাকায়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর মিলেছে৷

Clashes During Howrah Ram Navami Celebrations - Kolkata24x7

রামনবমীর (Ram Navami Celebrations) মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়া (Howrah) এলাকায়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর মিলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে৷ একাধিক ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেখানে একাধিক গাড়ি ভাঙচুরের ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ সূত্রের খবর, রামনবমীর মিছিল বের হতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে যা রণক্ষেত্র আকার ধারণ করে৷

দুই দিনের ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রামনবমীতে কোনও অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ তার পরেও হাওড়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর আগে মুখ্যমন্ত্রীর ধর্না নিয়ে কটাক্ষ করে বিরোধী দল বিজেপি। তাঁদের কথায়, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তাঁরা রামনবমীতে উৎসব পালন করবে৷ সেটা না করে মুখ্যমন্ত্রী ধর্না দেখাচ্ছেন।