‘দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম’, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা ঘোষণার পর মমতা-মুগ্ধ দেব

‘‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ সোমবার আরামবাগ সফরে এমনটাই বললেন তৃণমূল সাংসদ দেব৷ তিনি আরও বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে৷ আমি রাজনীতিতে…

Dev

‘‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ সোমবার আরামবাগ সফরে এমনটাই বললেন তৃণমূল সাংসদ দেব৷ তিনি আরও বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে৷ আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরেই৷ ২০২৪ সালে আমি জিতব কি জিতব না, তা জানি না৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকারের হাত ধরেই হয়৷’’

সোমবার আরামবাগে মমতার সফর সঙ্গী সাংসদ দেব৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার৷ এমনটাই ঘোষণা করেন৷ এদিন তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেব বারবার বলছে৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করল৷ কাজ হয়ে যাবে৷ ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে৷ কেন্দ্রের টাকা আটকে আছে৷ আমি বলেছি, এই টাকা দফায় দফায় পাওয়া যাবে৷ তিন-চার বছর লাগবে কাজ শেষ হতে৷ কিন্তু দেব যখন বলল, তখন দিদি তো ভাইয়ের আবদার ফেরাতে পারে না৷ তাই কেন্দ্রের উপর ভরসা নয়, আমরাই কাজ করে দিচ্ছি৷’’

   

এরপরই ওই একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেব বক্তৃতা দিতে ওঠেন৷ তিনি বলেন, ‘‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ সকলের সামনে দলনেত্রীকে ধন্যবাদ জানান তিনি৷ সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি কতটা আপ্লুত তা বলেন৷ এই প্ল্যান বাস্তবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবদার করেছেন বলেই জানা যায়৷