সরস্বতী পুজোয় কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

মাঘ মাসের শেষেও পিছু ছাড়ছে না ঠান্ডা৷ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ তবে এবার শীতকে গুড বাই করার পালা চলে এসেছে৷ সরস্বতী পুজোয় আবহাওয়ার বড় পরিবর্তন…

মাঘ মাসের শেষেও পিছু ছাড়ছে না ঠান্ডা৷ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ তবে এবার শীতকে গুড বাই করার পালা চলে এসেছে৷ সরস্বতী পুজোয় আবহাওয়ার বড় পরিবর্তন হবে গোটা বাংলায়৷ মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি সম্ভাবনা রয়েছে৷ ফলে রয়েছে বৃষ্টির সম্ভবনা৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আশঙ্কা রয়েছে৷ এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া৷ সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ৷ তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি৷

মঙ্গলবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি হবে৷ সরস্বতী পূজার দিন কলকাতায় রাতের দিকে বৃষ্টি হবে এবং ১৫ তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে৷

১৫ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন রাজ্যে সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ তবে ১৬ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই৷ আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে৷ উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ সেক্ষেত্রে তাপমাত্রা একই থাকবে৷

সোমবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম৷ রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩০ থেকে ৯৪ শতাংশ৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷