পথের সারমেয় হোক বা বিদ্বেষ মূলক কোনো মন্তব্য সমস্ত সামাজিক দ্বিচারিতার বিরুদ্ধে লড়তে একাই একশো তিনি । সেই স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) মিডিয়া যথেষ্ট একটিভ । প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম মুহুর্তের ছবি পোস্ট করেন অভিনেত্রী।
এখন আর ধারাবাহিকভাবে তাকে টিভির পর্দা সামনে না দেখা গেলেও বাছাই করা কিছু প্রজেক্টে তাকে দেখতে পাওয়া যায়। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচই তে মোহমায়া, দুপুর ঠাকুরপোর মতন পপুলার সিরিজে তাকে অভিনয় করতে দেখা গেছে.। অন্যদিকে হিন্দিতে পাতার লোক , ক্রিমিনাল জাস্টিস এর মত সিরিজে তিনি অভিনয় করেছেন।
প্রসঙ্গত আজ একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। সেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা স্বস্তিকা। বেবি বাম্পের ছবি দিয়েছেন কায়দা করেই।এরপরই অভিনন্দন এবং শুভেচ্ছায় ভরে যায় তার ছবির কমেন্ট বক্স। কিন্তু পুরো ব্যাপারটা আসলে একেবারেই আলাদা। জানা যাচ্ছে নেটফ্লিক্সের আগামী একটি সিরিজের জন্য এমন রূপ নিয়েছেন তিনি। খুব শীঘ্রই আসতে চলেছে তার পরবর্তী কাজ তা দেখতেই এখন মুখিয়ে বসে আছেন স্বস্তিকার ভক্তরা।