Holi Utsav: “লাগল যে দোল…”, এইসব জায়গায় আবিরে রাঙা হতে পারেন বসন্ত উৎসবে

দিন কয়েক পরেই দোল। (Holi Utsav) গত বছর করোনার কারণে ছিল অনেক বিধি নিষেধ। কিন্তু এ বছর করোনার প্রকোপ অনেক কম। অনেকটাই রাশ আলগা নিয়মকানুনের।

places-of-holi-celebration-

দিন কয়েক পরেই দোল। (Holi Utsav) গত বছর করোনার কারণে ছিল অনেক বিধি নিষেধ। কিন্তু এ বছর করোনার প্রকোপ অনেক কম। অনেকটাই রাশ আলগা নিয়মকানুনের। এমন পরিস্থিতিতে চেটেপুটে দোল উপভোগ করার জন্য কোথায় কোথায় যেতে পারেন, দেখে নিন এক ঝলকে।

places-of-holi-celebration-

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শান্তিনিকেতন
দোল বা বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন। কবিগুরুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব একেবারে অন্যভাবে। আগের দিন রাতে হয় বৈতালিক। পর দিন সকালে ‘ওরে গৃহবাসী’ গেয়ে শুরু হয় অনুষ্ঠান।

places-of-holi-celebration-

নবদ্বীপ ও মায়াপুর
এই দুই জায়গার সঙ্গে মিশে রয়েছেন চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে দোল হয় রাধা-কৃষ্ণের পুজোর মধ্যে দিয়ে। দোলের সময় ১৫ দিন ধরে গৌড়ীয় মঠে পেটপুজোর ব্যবস্থা থাকে। আর মায়াপুরে ইসকন মন্দিরের দোল উৎসবের কথা তো বিশ্ববিদিত।

places-of-holi-celebration-বিষ্ণুপুর
বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে দোল উৎসবের কথা অনেকেই জানেন। দোলযাত্রার সময়ে আবির খেলার মাধ্যমে কৃষ্ণপুজো করা হয়। ভক্তরাও মেতে ওঠেন আবিরে। উল্লেখযোগ্য বিষয় এখানে রং খেলায় কোনও রকম কৃত্রিম রং ব্যবহার করা হয় না।