Jaya Ahsan: জয়ার অতৃপ্ত আত্মার শান্তি নেই!

Jaya Ahsan

Jaya Ahsan: জয়ার অতৃপ্ত আত্মার শান্তি নেই! মরে গিয়ে ভূত হয়ে গিয়েও এবার পরী হতে চলেছে। এ কেমন পরিস্থিতি! টেলিভিশন জগতে এই প্রথমবার হররধর্মী চরিত্রে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। সৌকর্য ঘোষালের পরিচালনায় আসতে চলেছে ‘ভূতপরী’! তবে এবার ভয় নয় সঙ্গে পাবেন দারুণ মজা।

আগামী মাসে মুক্তি পাচ্ছে ভূতপরী। তার আগেই প্রকাশ্যে এল এই ছবির ঝলক। মুক্তি পেয়েছে ভূতপরী ছবির ট্রেলার। এদিন এই ছবির ট্রেলার শেয়ার করেন জয়া নিজেই। তিনি ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘একজন ভূতের পরী হয়ে ওঠা। ভূতপরী আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের কাছের সিনেমা হলে!’ ছবিতে বনলতা ওরফে ভূতের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। তাঁর সঙ্গে সেই বাচ্চা ছেলেটির চরিত্রে দেখা যাবে বিশান্তক মুখোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।

   

দেখুন ছবির ট্রেলার

প্রকাশ্যে আসা ছবির ট্রেলারে জয়ার পরনে ছিল লাল শাড়ি, গয়না। আর এই বেশেই গ্রামে ঘুরে বেড়ায় বনলতার আত্মা। সে সকলকে ভয় দেখায়। সবাই তাঁকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না। আবার ক্ষতিও করতে পারে না। তবে সে যদি কারও স্বপ্নে দেখা দেয় তাঁকে দিয়ে ক্ষতি অবশ্যই করাতে পারে। কিন্তু এমন সময় সে খেয়াল করে যে সে একটি বাচ্চা ছেলেকে ছুঁতে পারছে। আর সেটা দেখেই ভয় পেয়ে যায়। কিন্তু একজন ভূত মানুষকে কেন ভয় পাচ্ছে? আর কীভাবেই বা সেই ভূত পরী হয়ে উঠবে? এসব প্রশ্নই উসকে দিল এই ছবির ট্রেলার। সঙ্গে আছে মজার ছোঁয়াও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Surinder Films (@surinderfilms)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন