Sayantika Banerjee: রাজনীতি থেকে অভিনয় জীবন, কীভাবে সামলাচ্ছেন সায়ন্তিকা

Sayantika Banerjee: নেই মামার চেয়ে কানা মামাই ভালো ! বাংলার এই প্রবাদেই এখন কার্যত রাজনৈতিক জীবন কাটাচ্ছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দোপাধ্যায়! দলের পাশে এবং…

Sayantika Banerjee

Sayantika Banerjee: নেই মামার চেয়ে কানা মামাই ভালো ! বাংলার এই প্রবাদেই এখন কার্যত রাজনৈতিক জীবন কাটাচ্ছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দোপাধ্যায়! দলের পাশে এবং দিদির পাশে থাকার বার্তায় দলও মুগ্ধ হয়ে তাঁর জন্য এনেছে এক অভিনব সুযোগ। বাঁকুড়া লোকসভায় নয় বরানগর বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করল শাসক দল। আসলে লোকসভার টিকিট না পেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তাপস রায়, সেই কারণেই বরাহনগর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আর সেখানেই সায়ন্তিকাতে ভরসা রেখেছেন অভিষেক-মমতা।

এ প্রসঙ্গে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানান অভিনেত্রী। বরানগরের মতো গুরুত্বপূর্ণ একটি আসনে তাঁকে বিশ্বাস এবং ভরসা করে এত বড় দায়িত্ব দিলেন তার জন্য সে খুব আপ্লুত হয়েছেন। তিনি নিশ্চিত যে তিনি এই আসনে ভোটের মাধ্যমে ঠিক জয়ী হয়ে আসবেন। গত ১০ই মার্চ ব্রিগেডের সভা থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই তালিকায় যোগ দেন দিদি নম্বর ১ রচনা ব্যানার্জি, কেকেআর টিমের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান ছিলেন।

এদিকে রাজনীতির পাশাপাশি বিনোদন জগতেও বেশ জনপ্রিয় তিনি। দেশের গণ্ডি পাড় করে প্রতিবেশী দেশ বাংলাদেশে পাড়ি দিয়েছেন। বাংলাদেশ অভিনেতা জায়েদ খানের বিপরীতে ‘ছায়াবাজ’ সিনেমাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেক্ষেত্রে অবশ্য টাকা নিয়ে ঝামেলা হওয়ায় প্রযোজকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যার দরুন ছায়াবাজ থেকে বাদ যেতে চলেছেন সায়ন্তিকা। তবে সিনেমার পরিচালক তাজু কমরুলের কণ্ঠে উঠল উল্টো সুর। তিনি জানান সায়ন্তিকাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি। ও এখন নিজের দেশে রয়েছে। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় শুটিংয়ের পরবর্তী তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ রাজনৈতিক জীবন সামলাতে গিয়ে অভিনয় জীবনে কিছুটা হলেও প্রভাব পড়েছে নায়িকার! কী বলেন?