Mimi: মিমির জন্মদিনে যা করলেন শুভশ্রী! ভুলতে পারবেন না মিমিও

Mimi: বোঝে না সে বোঝে না’ শুটিংয়ের সময় থেকেই মিমি রাজ্যের প্রেম। মাখো মাখো সে প্রেমের ইতি টেনে এরপর রাজের জীবনে পা রাখেন শুভশ্রী। বিয়ে…

Mimi

Mimi: বোঝে না সে বোঝে না’ শুটিংয়ের সময় থেকেই মিমি রাজ্যের প্রেম। মাখো মাখো সে প্রেমের ইতি টেনে এরপর রাজের জীবনে পা রাখেন শুভশ্রী। বিয়ে করেন দুজনে। এখন তো শুভশ্রী আর দুই সন্তানকে নিয়ে রাজের এখন ভরা সংসার। শুটিং শেষে বাড়ি ফিরে ইউভান ইয়ালিনিকে নিয়ে মেতে ওঠেন পরিচালক। হারিয়ে যান স্ত্রীয়ের আলিঙ্গনে। ভালোবেসে সারাদিনের ব্যস্ততা শেয়ার করেন দুজনে। ভালোই কাটছিল দিনগুলো। এর মাঝেই চলে এল রাজের প্রাক্তন মিমির (Mimi) জন্মদিন। তারপর?

রাজের সঙ্গে ব্রেক আপের পর থেকে একাই জীবন কাটছে মিমির। সঙ্গে চাননি কোনো অন্য পুরুষকে। অন্তত মিডিয়ার সামনে তো ফাঁস হয়নি তেমনটা। এদিনের জন্মদিনটাও নিজের ঘনিষ্ঠদের সঙ্গে কাটাতে দেখা গিয়েছে টলিউডের সুন্দরী অভিনেত্রীকে। কিন্তু এই সবকিছুর মাঝেই সবচেয়ে বেশি পরিমাণে যেটা নজর কেড়েছে তা হল মিমির জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁকে পাঠানো ওই ফুলের তোড়াটা। রাজের বাড়ি থেকে এসেছিল ওটা।

   

মিমি মাসির জন্মদিনে ইউভান ইয়ালিনীর আদর করে ফুলের তোড়াটা পাঠিয়েছে। তা তোড়াখানা দেখে কি পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল মিমির। কী প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী। সেটা জানলে আপনিও ভাবতে বসবেন। এদিন মিষ্টি ওই ফুলের তোড়াগুলোর ছবি ইনস্টাগ্রামে পোষ্ট করে লেখেন, ‘ধন্যবাদ। পুচকুগুলোকে অনেক আদর।’’ এই পোস্টে অবশ্য শুভশ্রীকে ট্যাগও করেছেন মিমি।

আসলে, সুন্দর এই ফুলের তোড়া মিমিকে উপহার দিয়েছেন রাজের শুভশ্রী। তবে উপহারের গায়ে অবশ্য লেখা ছিল ইউভান এবং ইয়ালিনীর নাম। দুই সন্তানের তরফ থেকেই মিমির জন্মদিনের জন্য এই বিশেষ উপহার, সেটাই হয়ত বোঝাতে চেয়েছিলেন টলিউডের পাওয়ার কাপল শুভশ্রী এবং রাজ।