Jaya Ahsan: ভাঙা বিয়ের পদবিটাই জয়ার বর্তমান, ডিভোর্স নিয়ে যা বললেন ‘ভূতপরি’ নায়িকা

Jaya Ahsan: ‘উত্থান-পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো। সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই।…

Jaya Ahsan

Jaya Ahsan: ‘উত্থান-পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো। সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই। সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে। এমনকি ফোকাস থেকেও সরে যায়।’ ফয়সালের সঙ্গে ভাঙা দাম্পত্য, ডিভোর্স নিয়েই এদিন সবটা খোলসা করলেন অভিনেত্রী জয়া আহসান।

ডিভোর্সের পর কীভাবে নিজেকে সামলে নিয়েছেন জয়া। তারই উত্তর দিতে গিয়ে এদিন নায়িকা বললেন, ‘কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে। যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরে থাকিনি। আমি আমার এই যাত্রাকে ভালোবাসি। এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন। আমি কাজকেই সম্মান করি।’ আসলে প্রাক্তন স্বামীর প্রতি কোনও রকমেরই তিক্ততা কাজ করে না জয়ার মধ্যে। তিনি নিজের বাকি জীবনটা অভিনয় ও চার পেয়ে সন্তানদের নিয়েই কাটাতে চান।

২০২১ সালে জয়াকে যখন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার এ-পার বাংলাতে অভিনয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যে এ বিষয়ের কেমন লাগছে জয়ার? প্রতিযোগিতা বাড়ছে বলে মনে হচ্ছে কিনা? সে উত্তর দিতে গিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, ‘আমার তো খুব আনন্দ হচ্ছে। আর প্রতিযোগিতা হিসেবে ভাবলে, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালই। আমার মতে, শিল্পের কোনও সীমারেখা থাকা উচিত নয়। আদানপ্রদান তো শিল্পীদের মাধ্যমেই হয়। আমি চাইব আরও বেশি মানুষ আসুক বাংলাদেশ থেকে, কাজ করুক এখানে। আর শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালকরাও আসুন। এখানে ছবি তৈরি করুন। আমারও দল ভারী হবে বইকি।’