ক্রিসমাস মজাবে শিবু-নন্দিতার ‘হামি ২’

বাঙালির বারো মাসে ১৩ পার্বণ লেগেই রয়েছে। সবেমাত্র বাঙালি জীবন থেকে এবারের মতো বিদায় নিয়েছে লক্ষী পুজো। আবার কিছুদিন বাদেই রয়েছে কালীপুজো এবং ভাইফোঁটা, এখানেই…

Hami

বাঙালির বারো মাসে ১৩ পার্বণ লেগেই রয়েছে। সবেমাত্র বাঙালি জীবন থেকে এবারের মতো বিদায় নিয়েছে লক্ষী পুজো। আবার কিছুদিন বাদেই রয়েছে কালীপুজো এবং ভাইফোঁটা, এখানেই বাঙালির আনন্দ-উৎসবে যবনিকা পরবে না। গোটা ডিসেম্বর-জানুয়ারি মাস জুড়ে চলবে ফেস্টিভ মুড। ক্রিসমাস,নিউ ইয়ারের মাঝে প্রকাশ পাবে বহু বাংলা ছবি। তেমনই আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ- নন্দিতা রায় পরিচালিত ‘হামি ২’।

 ‘হামি’ সিনেমার প্রথম অংশ প্রকাশ পেয়েছিল ২০১৮ সালে। এই হামি সিনেমাটি মূলত বাচ্চাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় অংশটিও বাচ্চাদেরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। শিবু-নন্দিতার সিনেমা প্রধানত বাস্তব জীবনকে কেন্দ্র করে তৈরী হয় বলে দর্শকরা এই জুটির সিনেমাকে বরাবরই সাফল্য মন্ডিত করে তোলে।

   

এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেত্রী গার্গী চৌধুরী, খরাজ মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জী এবং অঞ্জন দত্ত আরও অনেকে। এই চলচ্চিত্রে যে দুই শিশু অভিনেতা অভিনেত্রীকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়ে উঠেছে তারা হল ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান ঘোষ ও অরিত্রিকা চৌধুরী। চলতি বছরের ক্রিসমাসের সময় এই সিনেমাটি প্রকাশ পেতে চলেছে দর্শকদের কাছে। 

এই সিনেমাটির দুই মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে, লাল্টু ও মিতালির দুই সন্তান ওরফে অর্থাৎ শিবপ্রসাদ ও গার্গীর দুই সন্তান ভেপু ও চিনুকে ঘিরে গল্পটি তৈরি হয়েছে। ইতিমধ্যেই পরিচালক এবং প্রযোজক দল আশা রাখছেন যে, প্রথমবারে ‘হামি’র মতই ‘হামি ২’ও দর্শকদের মনে সাড়া ফেলতে পারবেন এবং টলিউড জগতের অন্যতম সেরা ছবিগুলোর মধ্যে একটি স্থানে ‘হামি ২’ দখল করে নেবে।