HomeEntertainmentSandipta Sen's Marriage: সন্দীপ্তার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Sandipta Sen’s Marriage: সন্দীপ্তার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

- Advertisement -

২০০৭ সালে ধারাবাহিক ‘দুর্গা’ থেকে যাত্রা শুরু সন্দীপ্তা সেনের (Sandipta Sen)। কেটেছে বহু বছর। এ সবের মাঝে অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে জল্পনা। টলিউডে গুঞ্জন, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। গত বছর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা। এক ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন তিনি। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি ছাদনাতলায় যাবেন তাঁরা।

এ প্রসঙ্গে সন্দীপ্তা বললেন, “এখনই বিয়ে করছি না। হাতে আপাতত অনেক কাজ। বাগদান বা বিয়ে করলে, ঢাকঢোল পিটিয়েই করব। সবাই সবটা জানতে পারবেন। কিছু লুকবো না।” সন্দীপ্তা আরও বলেন, “সকলের কৌতূহলকে প্রশ্রয় দিয়ে জানিয়ে রাখি যে, হ্যাঁ আমার একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে। তাকে বিয়ে করলে সকলে খবর পাবে। তবে এই মুহূর্তে বিয়েটা করছি না।”

কেরিয়ারে দীর্ঘ পথ পেরিয়েছেন সন্দীপ্তা। আপাতত পর্দায় নিজেকে নিয়ে পরীক্ষানিরীক্ষার পালা। নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর কয়েক দিনের অপেক্ষা। ৯ ই জুন মুক্তি পাবে ‘নষ্টনীড়’।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ