Kerala Blasters:ফুটবল মহলকে অবাক করে মহিলা দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেরালার

হিরো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট শক্তিশালী একটি দল হল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রত্যেকবারই কোনও না কোনো চমক উঠে আসে তাদের তরফ থেকে। আইএসএলের শিরোপা…

Kerala Blasters' Women's Team

হিরো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট শক্তিশালী একটি দল হল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রত্যেকবারই কোনও না কোনো চমক উঠে আসে তাদের তরফ থেকে। আইএসএলের শিরোপা একাধিকবার হাতছাড়া হলেও অদম্য লড়াই করার মানসিকতা দেখা যায় দলের ফুটবলারদের মধ্যে। তবে গত মরশুমের শেষটা খুব একটা সুখকর ছিলনা তাদের জন্য। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিতর্কিত গোলের পর দল তুলে নেয় ইভান ভুকোমানোভিচের কেরালা।

যারফলে, পরবর্তীতে বিরাট শাস্তির মুখে পড়তে হয় তাদের। যার মাশুল দিতে এবার বড়সড় সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট। আজ কেরালার মহিলা ফুটবল দল সংক্রান্ত বিষয়ে বিশেষ ঘোষণা করা হয়। যেখানে সাময়িক ভাবে মহিলা দল বন্ধের কথা জানানো হয়। যা দেখে হতবাক ভারতীয় ফুটবল মহল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গত কয়েক মাস আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ব্যাপক অঙ্কের জরিমানা করা হয় কেরালা দলকে। সেই আর্থিক সমস্যা সামাল দেওয়ার জন্যই এবার এই সিদ্ধান্ত নিতে হল তাদের কে। আজ এই বিষয়ে একটি বিশেষ বিবৃতি জারি করা হয় কেরালা ম্যানেজমেন্টের তরফ থেকে।

সেখানে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আমাদের মহিলা ফুটবল দলটি সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছি। এই পদক্ষেপ নেওয়া হয়েছে , ফুটবল ফেডারেশনের তরফ থেকে আমাদের বিরাট অঙ্কের আর্থিক জরিমানা করার কারনে। বলাবাহুল্য, দল তুলে নেওয়ার কারনে প্রায় ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। যার খেসারত দিতে বন্ধ করতে হচ্ছে মহিলা দল।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের মহিলা ফুটবল তারকা আশালতা দেবী ও গোলরক্ষক অদিতি চৌহান। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “ছেলেদের দল যে ভুল করেছে তার আর্থিক খেসারত দেওয়ার জন্য টাকা তোলা হচ্ছে মহিলা দল বন্ধ করে? অসাধারণ, এভাবেই মহিলা দলের উন্নতি সম্ভব।”