FC Goa: গোয়া ছাড়ছেন এডু বেদিয়া, থাকবেন না আইএসএলে?

হিরো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট জনপ্রিয় এই তারকা ফুটবলার। এফসি গোয়ার (FC Goa) জার্সিতে খেলেছেন মোট ছয়টি মরশুম। সুযোগ আসতেই নিজের জাত চিনিয়েছেন একাধিকবার। তবে…

Edu Bedia is in the FC Goa

হিরো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট জনপ্রিয় এই তারকা ফুটবলার। এফসি গোয়ার (FC Goa) জার্সিতে খেলেছেন মোট ছয়টি মরশুম। সুযোগ আসতেই নিজের জাত চিনিয়েছেন একাধিকবার। তবে এবার বিদায় নেওয়ার পালা। আসন্ন আইএসএল মরশুমে গোয়ার হয়ে আর খেলতে দেখা যাবে না এই তারকা ফুটবলার কে।

গত ২০১৭ সালে লোবেরা জামানায় গোয়ায় পা রাখেন এডু বেদিয়া। পরবর্তী সময় কোচ হুয়ান ফেরেন্দোর দলেও অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছিলেন এই তারকা। এমনকি গত মরশুমে কার্লোস পেনার দলেও খেলতে দেখা গিয়েছিল এডু কে। কিন্তু এবার বদলে গিয়েছে পরিস্থিতি।

   

হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুজের হাত ধরে নতুন করে সেজে উঠছে এফসি গোয়া দল। তাই এই স্প্যানিশ ফুটবলার কে আর দলে চাইছে না গোয়ান ম্যানেজমেন্ট। যারফলে, বিদায় জানানো হচ্ছে এই তারকা ফুটবলার কে। গত ৩১ মে পর্যন্ত গোয়ার সাথে চুক্তিবদ্ধ ছিলেন এই তারকা। কিন্তু সেই চুক্তি আর নবীকরণ না হওয়ার ফলে বর্তমানে ফ্রি এজেন্ট তিনি। একটা সময় রেসিং সান্তানা দলের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করে ছিলেন এডু বেদিয়া। উয়েফা কাপের পাশাপাশি বার্সেলোনার যুব দলে খেলার অভিজ্ঞতা ও রয়েছে। তারপর গত ২০১৭ সালে যোগদান করেন এফসি গোয়ায়।

প্রথম বছরে এসেই মাঝমাঠের অন্যতম ভরসার মূখ হয়ে উঠেন তিনি। তারপরের বছর অর্থাৎ ২০১৮ সালে সাতটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট থাকে তার ঝুলিতে। পাশাপাশি সেইবার লিগ শিল্ড উইনার্স হয় তাদের দল। পরবর্তীতে এএফসি চ্যাম্পিয়নস লিগে গোয়া দলের হয়ে খেলতে দেখা যায় তাকে।

সেখানে ইরানের কাছে ২-১ গোলে পরাজিত হতে হলেও প্রথম বিদেশী ফুটবলার হিসেবে কোনও ভারতীয় ক্লাবের হয়ে এই লিগে গোল করেন এডু বেদিয়া। তারপরে ডুরান্ড কাপের পাশাপাশি সুপার কাপ ও জিতেছেন গোয়া দলের হয়ে। তবে এবার অন্যত্র যাওয়ার পালা। আদৌও তিনি আর ভারতীয় লিগে থাকেন কিনা, এখন সেটাই দেখার।