Massive Opportunity: সাড়ে ৬০০০ কর্মী নিয়োগ হতে চলেছে গ্রাম স্বরাজ যোজনায়, রইল বিস্তারিত তথ্য

Massive Opportunity: নিয়োগ হতে চলেছে গ্রাম স্বরাজ যোজনায় পঞ্চায়েত দফতরে। নারী-পুরুষ নির্বিশেষে বাংলার যে কোনও জেলা থেকে করা যাবে আবেদন। এতে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৭০।…

Gram Swaraj Yojana

Massive Opportunity: নিয়োগ হতে চলেছে গ্রাম স্বরাজ যোজনায় পঞ্চায়েত দফতরে। নারী-পুরুষ নির্বিশেষে বাংলার যে কোনও জেলা থেকে করা যাবে আবেদন। এতে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৭০। এর মধ্যে অসংরক্ষিত আসনের সংখ্যা ১,৬৪৩। বাকি আসনগুলির মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশানের জন্য ৬৫৭টি, তফশিলি জাতিদের জন্য ১,৩১৩টি, তফশিলি উপজাতিদের জন্য ১৩১টি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ১,৬৪৩টি ও এনকামব্রেন্স সার্টিফিকেটপ্রাপ্তদের জন্য ১,১৮৩টি সিট সংরক্ষিত রাখা হয়েছে। মাসের বেতন ২৩০০০, সঙ্গে একাধিক ভাতা, এবার বিপুল নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তররা এতে আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউট্যান্ট বা সিএ-র ডিগ্রি থাকলেও এতে আবেদন করা যাবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিল করতে হবে।

বয়স সীমা
এখানে আবেদনের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। আবেদনের বয়সের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্তরা সরকারি নিয়ম মেনে আবেদনের বয়সে কিছুটা ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে গ্রাম স্বরাজের নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে চাকরিপ্রার্থীদের। সেখানেই মিলবে আবেদনের ফর্ম। ফর্ম মনোযোগ দিয়ে পূরণ করা হলেই শেষে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া যাবতীয় নথির স্ক্যান কপি আপলোড করার কথা তারপর নথি আপলোড হয়ে গেলে সাবমিট অপশানে করতে হবে ক্লিক। তাহলেই আবেদনের ফর্ম জমা হয়ে যাবে।

সময়সীমা
চলতি বছরের 14 মে পর্যন্ত জমা করা যাবে আবেদন। তার পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না। আবেদনের জন্য কোনও ফি লাগবে কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে জানতে পারবে আবেদনকারীরা।