মাধ্যমিকের নম্বর নিয়ে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

কলকাতা: ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ এরপরই বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্যদ৷ গোটা নম্বর প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হওয়ার জন্য মধ্যশিক্ষা…

কলকাতা: ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ এরপরই বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্যদ৷ গোটা নম্বর প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হওয়ার জন্য মধ্যশিক্ষা পর্যদের এই পদক্ষেপ৷ বিজ্ঞপ্তি জারি করে নয়া ব্যবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছে পর্ষদ৷

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের নম্বর জমা দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হল৷ এই পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রধান পরীক্ষকদের জমা দিতে হবে অনলাইনে৷ চলতি বছর থেকে সব বিষয়ের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া হবে অনলাইনে৷

ইতিমধ্যে ২০২৩ সালের অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছিল৷ এবার নম্বর জমা দেওয়ার অনলাইন ব্যবস্থা চালু করল পর্ষদ৷ অনলাইনে নম্বর জমা দিতে গেলে কী কী পদক্ষেপ নিতে হবে তা ভিডিও-র মাধ্যমে বোঝানো হবে প্রধান পরীক্ষকদের৷ পাশাপাশি নতুন ব্যবস্থা সম্পর্কে উৎসাহ দিতে প্রধান পরীক্ষকদের নির্ধারিত সাম্মানিকের সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে পর্ষদ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি৷ ১৪ ফেব্রুয়ারি – প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি – ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি – ভূগোল, ১৯ ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি – পদার্থ বিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি – অঙ্ক, ২৪ ফেব্রুয়ারি – ঐচ্ছিক বিষয়৷