Bus Accident: ফ্লাইওভার থেকে ২০ ফুট নিচে ছিটকে পড়ল বাস, রাজ্যের অনেকের মৃত্যু

নববর্ষে দেশে বড় দুর্ঘটনা (Bus Accident) ঘটে গিয়েছে। ওড়িশায় এবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই দুর্ঘটনায় এখনও অবধি ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।…

নববর্ষে দেশে বড় দুর্ঘটনা (Bus Accident) ঘটে গিয়েছে। ওড়িশায় এবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই দুর্ঘটনায় এখনও অবধি ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৩৮ জনেরও বেশি মানুষ। সোমবার ওড়িশার জাজপুর জেলার বারাবতীর কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস উড়ালপুল থেকে ছিটকে পড়লে কমপক্ষে পাঁচজন নিহত ও প্রায় ৪০ জন আহত হন।

জানা গিয়েছে, বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। মহিলা সহ ৫ জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৷ কয়েকজন পশ্চিম মেদিনীপুরের এবং দু-তিনজন কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ মৃতদের মধ্যে ৩ জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৷ জানা যাচ্ছে, আহতদের মধ্যে এখনও অবধি ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সকলের চিকিৎসা চলছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “সম্ভবত চালক মদের নেশায় মত্ত ছিলেন আমরা কাছেই একটি বাসস্ট্যান্ডে ছিলাম। দেখতে পেলাম যে বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং বাসটি এলোমেলোভাবে চলছে। আমরা ভাবলাম, চালক গাড়ি চালানোর সময় মদ্যপান করছিলেন।”

এদিকে ৫টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে বাংলার তরফে বলে খবর। বাংলার যে কয়জন মারা গিয়েছেন তাঁরা হলেন, ভুপতিনগর থানার উড়উড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি, এগরার বাসিন্দা অচিন্ত মাইতি, চণ্ডিপুরের বাসিন্দা মলয় ঘোষ, নন্দীগ্রামের বর্নালি দাস বেরা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে প্রথমে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে। এরপর বাসটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে প্রায় ২০ ফুট নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যেই গভীর শোকের ছায়া নেমে এসেছে।