মোটা টাকা কামাতে চাইলে আজই আবেদন করুন

আপনিও কি হন্যে হয়ে চাকরি খুঁজছেন? তাহলে অবশ্যই চোখ রাখতে হবে এই প্রতিবেদনটিতে। চাকরির বিজ্ঞপ্তি জারি করল ইসরো ISRO। ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা…

আপনিও কি হন্যে হয়ে চাকরি খুঁজছেন? তাহলে অবশ্যই চোখ রাখতে হবে এই প্রতিবেদনটিতে। চাকরির বিজ্ঞপ্তি জারি করল ইসরো ISRO।

ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা প্রাথমিক শিক্ষক, টিজিটি এবং পিজিটি পদে নিয়োগের জন্য আবেদন পত্র আহ্বান করেছে। এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে ২৮ আগস্টের মধ্যে। ইসরোতে শিক্ষক নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। সারা দেশে এই পরীক্ষা হবে। পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের জন্য তথ্য নিবন্ধিত ইমেল আইডিতে পাঠানো হবে।

শূন্যপদঃ

PGT Mathematics-2 Posts
পিজিটি ফিজিক্স- ১টি পোস্ট
পিজিটি জীববিজ্ঞান- ১টি পোস্ট
পিজিটি কেমিস্ট্রি- ১টি পোস্ট
টিজিটি গণিত- ২টি পোস্ট
TGT ইংরেজি – ১পোস্ট
টিজিটি কেমিস্ট্রি- ১টি পোস্ট
টিজিটি জীববিজ্ঞান- ১টি পোস্ট
TGT PET- ২টি পোস্ট
প্রাথমিক শিক্ষক – ৫টি পদ

বেতনঃ
পিজিটি- প্রতি মাসে ৪৭,৬০০ টাকা – ১,৫১, ১০০ টাকা
টিজিটি- প্রতি মাসে ৪৭,৬০০ টাকা – ১,৫১,১০০/- টাকা
প্রাথমিক শিক্ষক- প্রতি মাসে ৩৫,৪০০ টাকা – ১,১২,৪০০/- টাকা

পিজিটি- সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি। এছাড়াও, বিএড করা উচিত। এ ছাড়া ইংরেজি মাধ্যমে পাঠদানে দক্ষতা থাকতে হবে।
অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে টিজিটি-বিএড। CTET যোগ্যতাসম্পন্ন। ইংরেজি মাধ্যম শিক্ষাদানে দক্ষতা।
পিআরটি- কমপক্ষে ৫০% নম্বর নিয়ে স্নাতক। সিটিইটি পাসও বিএড-এর সঙ্গে থাকতে হবে।

বয়সসীমাঃ

পিজিটি- ১৮ থেকে ৪০ বছর
টিজিটি- ১৮ থেকে ৩৫ বছর
পিআরটি- ১৮ থেকে ৩০ বছর