PV Sindhu: চোট নিয়েও সোনায় উচ্ছ্বসিত সিন্ধুর বাবা

সোনার স্বপ্নপূরণ হয়েছে পিভি সিন্ধুর (PV Sindhu)। তবে কমনওয়েলথের আগে সেরা ছন্দে ছিলেন না বর্তমানে ভারতের সেরা ব্যাডমিন্টন তারকা। ফাইনালে তাঁকে পায়ে স্ট্র্যাপ লাগিয়ে খেলতে…

PV Sindhu, father,excited ,injury

সোনার স্বপ্নপূরণ হয়েছে পিভি সিন্ধুর (PV Sindhu)। তবে কমনওয়েলথের আগে সেরা ছন্দে ছিলেন না বর্তমানে ভারতের সেরা ব্যাডমিন্টন তারকা। ফাইনালে তাঁকে পায়ে স্ট্র্যাপ লাগিয়ে খেলতে দেখা যায়। গোড়ালিতে চোট থাকার জন্য তার ওপরের অংশে নীল রঙের টেপ লাগানো ছিল। তারপরও সোনা জয়ে উছ্বসিত পি ভি সিন্ধুর বাবা রামান্না সিন্ধু।

প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড়। বলেছেন, ‘আমি ভীষণ খুশি। ওর সিঙ্গলসে ব্রোঞ্জ এবং রুপো ছিল। এবার পদকের রং বদলাতে পেরেছে। আমাদের বাড়িতে এবার তিনটে রঙের পদক থাকবে। ওর জন্য আমি খুবই গর্বিত। তবে আমি ওর গোড়ালির চোট নিয়ে খুব চিন্তায় ছিলাম। শেষ দুটো ম্যাচে ও গোড়ালির চোট নিয়ে ভুগছিল। ভেবেছিলাম ফাইনাল ম্যাচটা কঠিন হবে।

বাবার পাশাপাশি একজন ক্রীড়াবিদ হিসেবেও চিন্তিত ছিলাম। তবে ও দেশবাসীর প্রত্যাশার মান রেখেছে। আমি সাইকে ধন্যবাদ জানাতে চাই। ব্যাডমিন্টন দলের ফিজিও থাকা সত্ত্বেও ওর জন্য আলাদা ফিজিওর ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি ফিটনেস ট্রেনারও সাহায্য করেছে। গোটা দেশ ওর জন্য গর্বিত।’