Birbhum: বুধে কী হবে? চড়াম চড়াম ঢাক বাজানোর অনুব্রত ‘ঘামছেন’

দশম বারের জন্য গোরু পাচারকাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করছে সিবিআই৷ কিন্তু মঙ্গলবার সন্ধের পরও বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেননি…

দশম বারের জন্য গোরু পাচারকাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করছে সিবিআই৷ কিন্তু মঙ্গলবার সন্ধের পরও বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেননি কেষ্ট৷ সকালে চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রতর বেডরেস্টের প্রয়োজন৷ যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়েছে। এবার সিবিআই কী করবে? চড়াম চড়াম ঢাক বাজানোর রাজনৈতিক হুমকি দেওয়া অনুব্রত মন্ডল ঘামছেন।

গোরু পাচার মামলায় অনুব্রতকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চার্জশিটে নাম উল্লেখ করেছে৷ তাঁকে ব্যাগ গোছানোর সময় দেওয়া উচিত নয়৷ এক কাপড়ে তুলে নিয়ে যাওয়া উচিত।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের সাথী হবেন অনুব্রত মণ্ডল।

গোরু পাচারকাণ্ডে এবার প্রবল চাপের মুখে অনুব্রত৷ এমনটাই সিবিআই সূত্রে খবর। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের কাছ থেকে একাধিক তথ্য পেয়েছে সিবিআই। সবটা সামনে রেখেই আগামী দিনে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ সেজন্য উপস্থিত হয়েছেন সিবিআই অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। গ্রেফতার হতে পারেন অনুব্রত প্রশ্ন রাজনৈতিক মহলে।