
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রায় এক লক্ষ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ (Indian Postal Department)। সম্প্রতি রাজ্যের সাথে গোটা দেশেই চাকরির ক্ষেত্রে ত্রহিত্রহি রব। সরকারি চাকরি তো দুরস্ত, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিও বর্তমানে অমিল। তাই শিক্ষিত বেকাররা চাকরির সন্ধান করছেন অনেকদিন ধরেই। আর তারই মাঝে ভারতীয় ডাক বিভাগ নিয়ে এলো বেশ কিছু শূন্য পদ। শুধু তাই নয়, নূন্যতম মাধ্যমিক পাশ হলেই মিলবে চাকরি।
শূন্য পদগুলির মধ্যে রয়েছে পোস্টম্যান, মেইল গার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ। এই তিনটি পদের জন্যেই নূন্যতম বেতন ২১ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি। তাই বেশি দেরি না করে আজই আবেদন করুন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে কাজের জন্য।
তবে এই শূন্যপদগুলি সারা ভারতের জন্য, অর্থাৎ চাকরি পেলে ভারতের যেকোনো প্রান্তে আপনার পোস্টিং হতে পারে। তাহলে দেখে নেওয়া যাক কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন। ভারতীয় ডাক বিভাগে পোস্টম্যানের কাজের জন্য নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন ঠিক একই ভাবে মেইল গার্ডের জন্যও প্রযোজ্য একই নিয়ম। অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফের জন্য নূন্যতম মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন।
আবেদন করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে ভারতীয় ডাক বিভাগের নিজস্ব ওয়েব সাইটে, সেখানে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে আবেদন করতে হবে। সাথে দিতে হবে সমস্ত প্রয়োজনীয় তথ্য। বিস্তারিত জানতে ক্লিক করুন www.indianpost.com এ।