Education Commission: বেসরকারি স্কুলগুলির‌ রাশ টানতে কী রাজ্যে শিক্ষা কমিশন!

রাজ্যের (West Bengal) শিক্ষা পরিষেবার ওপর নজর রাখতে রাজ্যে শিক্ষা কমিশন (Education Commission) তৈরির পরিকল্পনা শুরু হয়ে গেল। সূত্রের খবর, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে এই কমিশন তৈরির পরিকল্পনা করছে শিক্ষা দফতর।

State Education Commission takes action against proliferation of private schools in West Bengal

রাজ্যের (West Bengal) শিক্ষা পরিষেবার ওপর নজর রাখতে রাজ্যে শিক্ষা কমিশন (Education Commission) তৈরির পরিকল্পনা শুরু হয়ে গেল। সূত্রের খবর, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে এই কমিশন তৈরির পরিকল্পনা করছে শিক্ষা দফতর।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, এক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রীকে জানান যে রাজ্য সরকারের অনেক নির্দেশ মানছে না বেসরকারি স্কুলগুলির একাংশ।অতিরিক্ত গরমের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। আগামী ২ মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়ছে।

পাশাপাশি তীব্র তাপপ্রবাহের জেরে এর আগে গত সপ্তাহে টানা ৭ দিন স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি বেসরকারি স্কুল রাজ্যের এই নির্দেশ মানেনি। এই বিষয়ে জানার পরই, মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বাংলায় শিক্ষা কমিশন গঠন করা যায় কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য।

উল্লেখ্য, এরপরই শিক্ষা কমিশন গঠনের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার। শুধু গরমের ছুটি নয়, স্কুল ফি, পাঠ্যক্রম ইত্যাদি বহু বিষয় নিয়ে একাংশ বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ছাত্রছাত্রীদের কাছ থেকে পরিবহণ বাবদ যে টাকা আদায় করা হয়, অনেক ক্ষেত্রে তা প্রয়োজনের তুলনায় বেশি। গরমের ছুটি বা পুজোর ছুটির সময়ে সেই ভাড়া বিন্দুমাত্র কমানো হয় না।

শিক্ষা দফতর মনে করছে, শিক্ষা কমিশন গঠন করা গেলে এই সব বিষয়ের উপর নজর দেওয়া যাবে। এতে সাধারণ মানুষেরই সুরাহা হতে পারে।