Durgapur: ছয় বছরেই শতাধিক প্রাণীর বৈজ্ঞানিক নাম জানে! এশিয়ান রেকর্ডধারী তিহান

বয়স মাত্র ৬ বছর। এই বয়সে বাচ্চাদের সাধারণত খেলাধুলোর দিকে মনোযোগ থাকে। মাত্র ৬ বছর বয়সেই এশিয়ান রেকর্ড গড়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর হরিবাজার এলাকার বাসিন্দা…

বয়স মাত্র ৬ বছর। এই বয়সে বাচ্চাদের সাধারণত খেলাধুলোর দিকে মনোযোগ থাকে। মাত্র ৬ বছর বয়সেই এশিয়ান রেকর্ড গড়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর হরিবাজার এলাকার বাসিন্দা ক্ষুদে তিহান পাল।

এই বয়সেই তার কন্ঠস্থ ১৯৪ টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম। গড় গড়িয়ে অবলীলায় বলে চলেছে এক একটি ইংরেজি কঠিন শব্দ। যা বলতে গেলে দাঁত ভাঙ্গে বহু প্রাপ্তবয়স্কদেরও। এবার এশিয়ার বুক অফ রেকর্ড থেকে সম্প্রতি তার স্বীকৃতি মিলেছে। সে পেয়েছে শংসাপত্র ও মেডেল।

   

দুর্গাপুরের হেমশিলা মডেলের ছাত্র তিহানের ফটোগ্রাফি মেমোরি। সে যা দেখে তাই মনে রাখতে পারে। এই বয়সেই সে সোলার সিস্টেম, সামুদ্রিক প্রাণী, প্ল্যানেট ইত্যাদি বিষয়ের উপর এনসাইক্লোপিডিয়া পড়ে ফেলেছে। এর পাশাপাশি ছবি আঁকার উপর খুব আগ্রহ এই ক্ষুদের।

তিহান পালের বাবা ড: সৌরভ পাল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহ অধ্যাপক। তিনি জানান যে, ছোট বেলা থেকেই তিহানের পড়ার বইয়ের পাশাপাশি এই বিষয়গুলিতেও অসীম আগ্রহ ছিল।

তিহানের মা পৌলমী পাল জানিয়েছেন, আরো ছোটবেলা থেকেই সে যা শুনতো তাই মনে রাখত। সেভাবেই সব মনে রেখে আজ এশিয়ার সেরা হয়েছে তিহান। এর সঙ্গেই ও অনেক রকমের বইও পড়ে। আমরা আজ ছেলের প্রাপ্তিতে গর্বিত।