
বর্তমানে বাংলা চলচ্চিত্র গতানুগতিক ধারা ছেড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। সেই দিক দিয়ে বলতে গেলে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া বিভিন্ন সিরিজ রীতিমতো টক্কর দিচ্ছে হিন্দি এবং অন্যান্য ভাষার সিরিজকেও। আর আধুনিক সময়ে সাধারণ মানুষের কাছে সিনেমা হলে গিয়ে মনোরঞ্জন করার মতো সময় নেই। ঠিক সেই কারণেই সকলে এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রাপ্ত সিরিজ কিংবা সিনেমা দেখেই নিজেদের ক্লান্তি দূর করেন। আর সুযোগের দিক দিয়ে বলতে গেলে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অনেক তরুণ তরণী নিজেদের ভবিষ্যৎ করে নিয়েছে।
আর তাঁদের মধ্যে অনেকেই আছেন যারা অনেকদিন ধরেই চলচ্চিত্র জগতের সাথে যুক্ত। ঠিক সেই রকমই একজন হলেন অভিনেত্রী অন্তরা বিশ্বাস। চিনতে পারলেন না নিশ্চয়! চিনবেন কি করে কারণ তাঁকে আমরা সকলেই চিনি মোনালিসা (Mona Lisa) নামে। হ্যাঁ, হৈচৈ-এর জনপ্রিয় সিরিজ দুপুরের ঠাকুরপো সিজিন ২ এর মুখ্যচরিত্র মোনালিসার কথা বলছি। অভিনয়ের পাশাপাশি তাঁর বোল্ড লুকের জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে অন্তন্ত জনপ্রিয়।
View this post on Instagram
বিনোদনের পর্দা ছাড়াও তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পর্দায় সমান ভাবে অ্যাক্তিভ। আর ঠিক সেই কারণেই নিজের উষ্ণ চেহারা নিয়ে সকলের সামনে আসেন, যা রীতিমতো তরুণদের রাতের ঘুম কেড়ে নেই। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঠিক সেই রকমই একটি ছবি শেয়ার করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পড়ে অভিনেত্রী মিষ্টি হাঁসি মুখে দাঁড়িয়ে আছেন। সাথে খোলা চুলের সাথে মানিয়ে নিয়েছেন স্লিভলেস ব্লাউজ। যা ইতিমধ্যেই ঝড়ের গতিতে সকলের নজরে এসেছে, সেই সাথে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।