Indian Air Force: উচ্চমাধ্যমিক পাসেই বায়ুসেনায় যোগ দেওয়ার বিরাট সুযোগ

61
Indian Air Force
Advertisements

তরুণ প্রজন্মের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকে ভারতীয় সেনাতে যোগ দেওয়ার। আর তাই তার প্রস্তুতিও নেন অনেকে। তবে সম্প্রতি গত বছর থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য বাধ্যতামূলক হয়েছে অগ্নিবীর স্কীম। আর এবার প্রকাশ্যে এলো ভারতীয় বায়ু সেনায় চাকরির করার জন্য বিজ্ঞপ্তি, অগ্নিবীরের মাধ্যমে। ভারতীয় বায়ুসেনাতে (Indian Air Force) যোগ দেওয়া অনেক যুবকের কাছেই স্বপ্ন। তবে অনেকেই সঠিক ভাবে বিজ্ঞপ্তি না পাওয়ার কারণে যোগ দিতে পারেন না বায়ু সেনায়।

আপনার বয়স কি ১৭ থেকে ২১ বছরের মধ্যে অর্থাৎ আপনার জন্ম ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে। তাহলে এবার ভারতীয় বায়ু সেনায় যোগ দিতে পারবেন আপনিও। তবে তার জন্য থাকতে হবে নূন্যতম কিছু যোগ্যতা। যেমন নূন্যতম ৫৯ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেই সাথে থাকতে হবে অংক এবং পদার্থবিদ্যা। আগামী ৩১শে মার্চ পর্যন্ত করা যাবে আবেদন।

Advertisements

এবার দেখে নেওয়া যাক আবেদন করার জন্য ঠিক কি করতে হবে। প্রথমে যেতে হবে ভারতীয় বায়ু সেনার ওয়েব সাইটে অর্থাৎ agnipathvayu.cdac তে। প্রথমে নিজের নাম নথিভুক্ত করে তারপরে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন করার জন্য লাগবে ২৫০ টাকা। ধাপে ধাপে আবেদন পত্র পূরণ করার পরে পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট করার পড়ে প্রিন্ট করতে হবে আবেদন পত্র। সঠিক ভাবে নাম নথিভুক্ত হলে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে নিজস্ব মেল আইডিতে আসবে অ্যাডমিড কার্ড।

Advertisements
Advertisements