HCL Recruitment: অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত

দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হিন্দুস্তান…

দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ১৮৪টি।

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের তিন বছর ছাড় মিলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী পাঁচই আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

অন্যদিকে আরো ভালো হয়েছে প্রার্থীদের বাছাই করা হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। একই সাথে আরো বলা হয়েছে আগামী ১৯ আগস্ট বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে সংস্থার ওয়েবসাইটে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে সংস্থা নিজস্ব ওয়েব সাইটে সেখানে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

তবে আবেদন করতে কত টাকা ফি লাগবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রার্থীদের ন্যূনতম তিন বছরের প্রশিক্ষণ দেয়া হবে সংস্থার পক্ষ থেকে। তবে যে সমস্ত প্রার্থীরা মাইন অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ট্রেড শংসাপত্র থাকতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.apprenticeship.gov.in এই লিংকে।