CFL : স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল

শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা ফুটবল লীগ। অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। মাঠে নামার দিনেই, বৃহস্পতিবার CFL এর জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে লাল হলুদ ব্রিগেড।

East Bengal Footballers receive special training

শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা ফুটবল লীগ। অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। মাঠে নামার দিনেই, বৃহস্পতিবার CFL এর জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে লাল হলুদ ব্রিগেড। সামাজিক মাধ্যম ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

এবারের কলকাতা ফুটবল লীগে কোনো বিদেশি ফুটবলারকে খেলানো হচ্ছে না। সব দলেই ভারতীয় প্রতিভার ছড়াছড়ি। ইস্টবেঙ্গলের ঘোষিত স্কোয়াডেও তার ব্যতিক্রম হয়নি। ময়দানে পরিচিত কয়েকজন ফুটবলারকে রেখে স্কোয়াডে জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ খেলোয়াড়।
এক নজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের স্কোয়াড:-

কলকাতা ফুটবল লীগে অভিযান শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। স্কোয়াড খাতায় কলমে আশা জাগানো মতো। তবে রেনবো বিরুদ্ধে এদিন ইস্টবেঙ্গলের মাঠে পাফরম্যানস খুব একটা চোখে পড়ার মতো হচ্ছে না আপাতত। এই প্রতিবেদন লেখার সময় ইস্টবেঙ্গল একাধিকবার আক্রমণ গড়েছে। প্রতিপক্ষের রক্ষণ ভাগের ওপর বাড়িয়েছে চাপ। কিন্তু গোল মুখ খুলতে বেশ বেগ পেতে হচ্ছে দলকে। গোল করার লোকের অভাব বেশ টের পাওয়া যাচ্ছে। মহম্মদ নিয়াশকে সামনে রাখলেও তিনি গোল করার ক্ষেত্রে আপাতত মুন্সিয়ানা দেখাতে পারেননি। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। আপাতত ইস্টবেঙ্গল বনাম রেনবো ম্যাচের স্কোরলাইন ০-০।