Mohammedan SC: মহামেডানের কোচ হওয়ার দৌড়ে এই বিদেশি তারকা

গত মরশুমের শেষের দিক থেকে দলের দায়িত্ব সামলে এসেছেন প্রাক্তন তারকা তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তার দৌলতে বহু ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে ময়দানের এই প্রধান। তাহলে হঠাৎ কেন তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে হল সাদা-কালো (Mohammedan SC) কর্তাদের?

Andrey Chernyshov Mohammedan SC

গত মরশুমের শেষের দিক থেকে দলের দায়িত্ব সামলে এসেছেন প্রাক্তন তারকা তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তার দৌলতে বহু ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে ময়দানের এই প্রধান। তাহলে হঠাৎ কেন তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে হল সাদা-কালো (Mohammedan SC) কর্তাদের? এই নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল ময়দানের অন্দরে। সেই নিয়ে একাধিক বিষয় উঠে এসেছে ঘনিষ্ঠ মহল থেকে। যার মধ্যে অন্যতম হল খেলোয়াড় চূড়ান্ত করার মতো বিষয়।

আসলে গতকাল সকলকে চমকে দিয়ে নর্থইস্ট ইউনাইটেড থেকে মোহম্মদ ইরশাদকে সই করিয়েছে ময়দানের এই সাদা-কালো ব্রিগেড। যা একেবারেই নাকি মেনে নিতে পারেননি দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। আসলে দীপু, তন্ময়দের মতো তরুণ ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলারদের নিয়ে আইলিগের নতুন দল গঠনের পরিকল্পনা থাকলেও তাতে খুব একটা সম্মতি ছিল না মেহরাজের।

   

সেখান থেকেই নাকি দেখা দিয়েছিল সংঘাত। এমনকি মহামেডান দলের বর্তমান বিদেশি ফুটবলারদের নিয়েও নাকি শুরু থেকে খুব একটা আগ্ৰহ ছিলনা ম্যানেজমেন্টের। তাদের তরফ থেকে বারংবার হাই প্রোফাইল ফুটবলারদের আনার কথা জানানো হলেও তাতে নাকি রাজি হননি মেহরাজউদ্দিন। তার যুক্তি ছিল নামি ফুটবলার দলে আসলে দেখা দেবে ব্যক্তিত্বের সংঘাত। যা প্রভাব ফেলতে পারে গোটা দলের মধ্যে। যা ভালোভাবে নেয়নি বাঙ্কারহিল কতৃপক্ষ। অতএব এই পরিস্থিতিতে কোচ বদল ছাড়া কোনো উপায় নাকি ছিলনা তাদের কাছে। তাই গতকাল রাতেই মেহরাজউদ্দিন ওয়াডুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয় সাদা-কালো শিবির।

বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শাহিদ রমনকে দলের দায়িত্ব দেওয়া হলেও আইলিগের কথা মাথায় রেখে নতুন কোচ চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। কিন্তু কে হবেন দলের নতুন কোচ? এক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে সাদা-কালো দলের প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিশভ। মনে করা হচ্ছে, নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ফের এই কোচের উপরেই নাকি ভরসা রাখতে চলেছে মহামেডান কর্তারা।

তার তত্ত্বাবধানে খেলে একটা সময় টানা দুইবার কলকাতা লিগ জিতেছিল সাদা-কালো শিবির। পাশাপাশি আইলিগ ও ডুরান্ড কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল রেড রোডের এই ফুটবল ক্লাব। বর্তমানে তিনি রাশিয়ার একটি ফুটবল ক্লাবের দায়িত্বে থাকলেও শোনা যাচ্ছে, তাকে পেতেই অল আউট ঝাঁপিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।