উচ্চমাধ্যমিক পাশ করলেই Bandhan Bank-এ চাকরির সুবর্ণ সুযোগ

নতুন বছরের আজকের চাকরির খবর উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি, বন্ধন ব্যাংকে (Bank Recruitment in West Bengal 2024) Bandhan Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরি পাওয়ার স্বপ্ন…

Bandhan Bank Recruitment

নতুন বছরের আজকের চাকরির খবর উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি, বন্ধন ব্যাংকে (Bank Recruitment in West Bengal 2024)

Bandhan Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরি পাওয়ার স্বপ্ন কে না দেখে! তবে এজন্যে প্রয়োজন প্রস্তুতি। তবে প্রতিযোগিতার বাজারে চাকরি বললেই তো পাওয়া সম্ভব নয়! তবে এক্ষেত্রে বড় সুযোগ এনে দিয়েছে বন্ধন ব্যাঙ্ক ( Bandhan Bank)। বেশ কয়েকটি শাখার জন্যে ব্যাঙ্কের তরফে কর্মী নিয়োগ করা হবে বলে খবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক বন্ধন ব্যাংকে নিয়োগ করা হবে।

পদের নাম:
1. Bank Office Executive
2. Executive Assistant
3. Data Entry Operator
4. Loan Department
5. Back End Operations6. KYC verification
7. Branch Officers
8. Office Assistant
9. Relationship manager

মাসিক বেতন: এখানে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 15,500/- টাকা থেকে 26,700 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো করা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের বন্ধন ব্যাংকের এই নিয়োগ (Bandhan Bank Recruitment 2024) এ আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আরো উচ্চ লেভেলের পদের জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদনের যোগ্য।

নির্বাচন প্রক্রিয়া: এখানে দুই ভাবে আবেদন করা যাবে অনলাইনে বা অফলাইনে। অনলাইনে আবেদন করার জন্য NCS এর অফিসের ওয়েবসাইটটি গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে । এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে।
যে সকল প্রার্থী ও অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের ফোন নম্বর ও ইমেইল এড্রেস এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। মোবাইল নম্বর গুলো দেখুন – 7890889909
Email id- [email protected]. সরাসরি যোগাযোগ করাটাই আবেদন করার জন্য উত্তম হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

1.মাধ্যমিকের এডমিট কার্ড।
2.শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
3.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
4.পাসপোর্ট সাইজের ফটোকপি।
5.চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
6.আধার কার্ড অথবা ভোটার কার্ড।

ইন্টারভিউর কিছু জরুরি বার্তা :
ইন্টারভিউর সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউর ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)।

Email id- [email protected]
Contact No. 7890889909

 এখানে ক্লিক করেও আবেদন করতে পারেন