Friday, December 1, 2023
HomeEducation-CareerMuseum Job: মিউজিয়ামে স্টেনোগ্রাফার, আর্টিস্ট পদে নিয়োগ

Museum Job: মিউজিয়ামে স্টেনোগ্রাফার, আর্টিস্ট পদে নিয়োগ

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (National Council of Science Museums) অর্থাৎ NCSM- এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NCSMকেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে।

   

পদের নাম স্টেনোগ্রাফার (Stenographer)। শূন্যপদ রয়েছে ৩ টি। ইচ্ছুক ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। আবেদনকারী প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে শর্টহ্যান্ড কোর্সও জানা চাই। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। মাসিক ৪৮,২০৭ টাকা বেতন দেওয়া হবে।

আর্টিস্ট বা Artist-A পদেও নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে ১টি। ফাইন আর্টসের কোর্স থাকলে এখানে আবেদন করা যাবে। সঙ্গে থাকতে হবে ২ বছরের কাজের অভিজ্ঞতা। সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাসিক ৩৬,১২৬ টাকা বেতন দেওয়া হবে।

ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। https://ncsm.gov.in/ লিঙ্কটি ক্লিক করে আবেদন করতে হবে। আগামী ৯ জুন, ২০২৩ তারিখ অনলাইন আবেদনের শেষ তারিখ।

Latest News