সেকেন্ডের মধ্যে ফুল চার্জ হবে মোবাইল, নতুন প্রযুক্তি নিয়ে হাজির OPPO

বর্তমানে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করি। এক কথায় বলা চলে আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম স্মার্টফোন, কারণ স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না

OPPO's Lightning Fast Mobile Charger

বর্তমানে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করি। এক কথায় বলা চলে আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম স্মার্টফোন, কারণ স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। দূরে মানুষের সাথে যোগাযোগ কিংবা অবসর সময়ে সামাজিক মাধ্যম ঘেঁটে সময় কাটানো সবই সম্ভব স্মার্টফোনের দৌলতে।

তবে একটা সময় ছিল যখন দিনে একাধিকবার চার্জ দিতে হতো স্মার্টফোন কিন্তু বর্তমানে উন্নত হয়েছে প্রযুক্তি ঠিক একই সাথে স্মার্টফোনে এসেছে অত্যাধুনিক ফিচার। শুধু তাই নয় দেশীয় এবং বিদেশি বিভিন্ন নামিদামি সংস্থা ভারতের বাজারে তাদের স্মার্ট ফোন লঞ্চ করেছে। একটা সময় ছিল মানুষ যখন স্মার্টফোন কেনার সময় প্রথমেই দেখতেন তার ক্যামেরা কিন্তু বর্তমানে সেই ধারণা পুরোপুরি উল্টে গিয়েছে। বরং সাধারণ মানুষ এখন খুঁজেন সেই সমস্ত ফোন যেটি তাড়াতাড়ি চার্জ হবে।

তাই বিভিন্ন সংস্থা ফাস্ট চার্জিং এর প্রযুক্তি লঞ্চ করতে শুরু করেছে ইতিমধ্যে, যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফোন ফুল চার্জ করে নেওয়া সম্ভব। তবে এবার সেই সমস্ত সংস্থাকে পেছনে ফেলে দিতে চলেছে OPPO।

সম্প্রতি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় বাজারে তারা খুব দ্রুত নিয়ে আসতে চলেছে একটি ৩০০ ওয়াটের চার্জার। যার মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার ফোন শূন্য থেকে পঁচিশ শতাংশ চার্জ হতে পারবে। তবে সংস্থা তাদের এই নতুন ফার্স্ট চার্জারের দাম সম্পর্কে কোন ধারণা দেয়নি।

#OPPO #mobilecharging #fastcharging #technology #innovation