Xpulse 200-এর জায়গা দখল করবে Hero Xpulse 210? জল্পনা বাড়িয়ে রাখল হিরো

ভারতীয়দের মধ্য়ে অ্যাডভেঞ্চার বাইকের প্রতি ভালোবাসা তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে। যা দেখে এবারে হিরো মোটোকর্প কোমর বেঁধেছে। তাদের নতুন অ্য়াডভেঞ্চার বাইকের টেস্টিং শুরু করেছে সংস্থা।…

Hero-Xpulse-210-is-coming

ভারতীয়দের মধ্য়ে অ্যাডভেঞ্চার বাইকের প্রতি ভালোবাসা তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে। যা দেখে এবারে হিরো মোটোকর্প কোমর বেঁধেছে। তাদের নতুন অ্য়াডভেঞ্চার বাইকের টেস্টিং শুরু করেছে সংস্থা। এটি হচ্ছে হিরো এক্সপাল্স ২১০ (Hero Xpulse 210)। সম্প্রতি ভারতের উত্তরাঞ্চলে খরদুঙ্গলাতে বাইকটির মহড়া চালাতে দেখা গিয়েছে। যা দেখে অনুমান করা হচ্ছে, শীঘ্রই এটি ভারতের বাজারে লঞ্চ করবে। 

নতুন প্রজন্মের Hero Xpulse 210 নিজের পূর্বসূরী Xpulse 200-এর তুলনায় আরও বেশি পেশীবহুল এবং আকারে বড়। এতে রয়েছে, বৃহত্তর এলইডি হেডলাইট, উপরে একটি ছোট ভাইজার। এছাড়া এলইডি হেডলাইট, একটি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, একাধিক রাইড মোড এবং এবিএসের মতো ফিচার অফার করা হতে পারে। 

   

অনুমান করা হচ্ছে, আসন্ন Xpulse 210-এ বাজারচলতি Karizma 210-এর ইঞ্জিন অফার করবে। এর ২১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড ইঞ্জিন থেকে ২৫.১৫ বিএইচপি শক্তি এবং ২০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। এক্সপাল্স ২১০-এর ক্ষেত্রে যা সামান্য় টিউনিং করা হতে পারে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকবে ৬-গতির গিয়ারবক্স। এই বাইকের গতি এবং সক্ষমতা আরও বেশি হবে বলেই আশা করা হচ্ছে।

পেয়েছে ভরপুর আপডেট, নতুন Tata Punch-এর প্রধান চার হাইলাইট শুনবেন?

হিরো এক্সপাল্স ২১০-এ (Hero Xpulse 210) হার্ডওয়্য়ার বৈশিষ্ট্য় হিসেবে দেওয়া হয়েছে লং ট্রাভেল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে টিউব টায়ার সহ ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। এতে আলাদাভাবে অ্য়াডজাস্টেবল সাসপেনশন ও ব়্য়ালি কিট অফার করা হতে পারে। আগামী কয়েক মাসের মধ্য়েই হাজির হবে এই বাইক। Xpulse 200-এর চাইতে এর দাম সামান্য় বেশি রাখা হতে পারে।