ডুরান্ড কাপের শুরুতে একের পর এক গোল করে সমর্থকদের মন জয় করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আক্রমণভাগে এক ঝাঁক তারকা ফুটবলার। কোচ হোসে মলিনা নিজেও আক্রমণে জোর দেওয়ার কথা বলেছেন। মোহনবাগান সমর্থকরা স্বভাবতই গোল দেখার আশায় বুক বেঁধেছেন।
এসিএল ২-এর প্রথম ম্যাচেই আটকে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। নিজেদের মধ্যে স্কোয়ার পাস, ব্যাক পাস। ডিফেন্স চেরা পাস হাতে গোনা। যাও পা পাস বাড়ানো হল গোল করার লোক নেই। লিস্টন কোলাসো নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করলেন। বাগান সমর্থকদের নয়নের মণি দিমি পেট্রাতস নিজের ফর্মের ধরেকাছে নেই। জেসন কামিন্স এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
গ্রেগ স্টুয়ার্টকে কোচ হোসে মলিনা কেন প্রথম একাদশে রাখেননি সেই প্রশ্নের উত্তর খুঁজছেন মোহনবাগান সমর্থকরা। অন্য দিকে জেমি ম্যাকলারেন কবে মাঠে নামবেন সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। রিজার্ভ বেঞ্চে রইলেন। কিন্তু তাঁকে মাঠে নামানো হল না। বাকি রইলেন সুহেল আহমেদ ভাট। কোচ তাঁকে কেন মাঠে নামাচ্ছেন না? বাগান সমর্থকদের মধ্যে উঠছে এই প্রশ্ন।
এবারের কলকাতা ফুটবল লিগেও বেশ কিছু গোল করেছিলেন সুহেল। এক সময় ঢুকে পড়েছিলেন লিগের সেরা গোলদাতা হওয়ার দৌড়ে। তারপর কলকাতা ফুটবল লিগের বদলে বাগানের সিনিয়র দলে জায়গা হয় তাঁর। রিজার্ভ দল থেকে সিমিয়র টিম। তারপর থেকেই ম্যাচ থেকে কার্যত উধাও সুহেল আহমেদ ভাট। আক্রমণভাগের ফুটবলাররা গোল পাচ্ছেন না দেখেও কি সুহেলের কথা মনে পড়েনি কোচের? উঠছে এই প্রশ্ন।