‘কংগ্রেস ও পাকিস্তানের একই এজেন্ডা’, ফের বিস্ফোরক অমিত শাহ

নির্বাচনী আবহে কংগ্রেসের বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ৩৭০ ধারা নিয়ে বিবৃতি দিয়েছেন। খাজা আসিফ…

amit shah

নির্বাচনী আবহে কংগ্রেসের বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ৩৭০ ধারা নিয়ে বিবৃতি দিয়েছেন। খাজা আসিফ বলেছেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধারে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের পাশে রয়েছে পাকিস্তান। আর এই ইস্যুতেই এবার রেগে গেলেন অমিত শাহ। 

আজ বৃহস্পতিবার পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটকে আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “৩৭০ এবং ৩৫এ ধারা নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কংগ্রেস এবং জেকেএনসিকে সমর্থন করার কথাবার্তা আরও একবার কংগ্রেসের পর্দাফাঁস করে দিয়েছে। পাক নেতার এহেন বক্তব্য ফের স্পষ্ট করে দিল যে কংগ্রেস ও পাকিস্তানের উদ্দেশ্যও একই। গত কয়েক বছর ধরে রাহুল গান্ধী ভারতের প্রতিটি বিরোধী শক্তির পাশে দাঁড়িয়েছেন, দেশবাসীর ভাবাবেগে আঘাত করেছেন।”

   

অমিত শাহ আরও বলেন, “এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া হোক বা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর কথা বলা হোক না কেন, রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি এবং পাকিস্তানের সুর সর্বদা একই ছিল। সেইসঙ্গে কংগ্রেসের হাত সর্বদা দেশবিরোধী শক্তির সঙ্গে ছিল। কিন্তু কংগ্রেস পার্টি এবং পাকিস্তান ভুলে গেছে যে কেন্দ্রে এখনও মোদী সরকার রয়েছে, তাই কাশ্মীরে ৩৭০ ধারা বা সন্ত্রাসবাদ ফিরে আসবে না।”

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহালের ব্যাপারে পাকিস্তান এবং ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট একমত কিনা জানতে চাওয়া হয়। সেইসময়ে তিনি বলেন, ‘অবশ্য আমাদের দাবিও একই। ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহাল ইস্যুতে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের সঙ্গে রয়েছে পাকিস্তান।’