EICMA 2024 মোটরসাইকেল শো-তে একোর পর এক মডেল নতুন অবতারে উন্মোচিত হয়ে চলেছে। এবারে সেই তালিকায় নাম লেখাল Hero XPulse 210। আগের Hero XPulse 200 4V-এর তুলনায় নতুন মডেলটি অ্যাডভেঞ্চারের জন্য উন্নততর। অত্যাধুনিক বৈশিষ্ট্য ও শক্তিশালী ইঞ্জিন সহ বাজারে এসেছে এই বাইক। এতে নতুন ফ্রেম, বড় ইঞ্জিন, নয়া ডিজাইন ও আধুনিক ইলেকট্রনিক ফিচার যোগ করা হয়েছে।
Dakar রেসিং বাইকের অনুপ্রেরণায় Hero XPulse 210-এর ডিজাইন করা হয়েছে। Hero Motosports Team Rally-এর সদস্য এবং FIM বিশ্বচ্যাম্পিয়ন Ross Branch-এর সহায়তায় এই নতুন মডেলটি উন্নত করে তৈরি করা হয়েছে। বাইকটির আকর্ষণীয় আপ-সোয়েপ্ট এগজস্ট ও এন্ডুরো-স্টাইল টেল সেকশন এটিকে আরও অ্যাডভেঞ্চারের উপযুক্ত করে তুলেছে।
Hero XPulse 210-এর ইঞ্জিন
নতুন Hero XPulse 210 বাইকটিতে দেওয়া হয়েছে 210 সিসি, সিঙ্গল-সিলিন্ডার, DOHC, লিকুইড-কুলড ইঞ্জিন, যা 24.5 বিএইচপি শক্তি ও 20.4 এনএম টর্ক উৎপাদনে সক্ষম। আগের 199 সিসি এয়ার-কুলড ইঞ্জিনের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী। বাইকটিতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স ও স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ।
KTM 390 Adventure অফ-রোডিংয়ে জারিজুরি দেখাবে, নয়া উন্মোচিত বাইক ভারতে কবে আসছে
ফিচার
Hero XPulse 210 বাইকটির সামনের অংশে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। যার সঙ্গে সংযুক্ত 210 মিমি ট্রাভেল এবং পিছনে 205 মিমি ট্রাভেল সহ মোনোশক সাসপেনশন। এর সামনে ও পিছনে ডিস্ক ব্রেক সহ সুইচেবল ABS যুক্ত করা হয়েছে। তাই খারাপ রাস্তা ও অফ-রোড পরিস্থিতিতে নিরাপদ ব্রেকিং নিশ্চিত করবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিমি এবং এতে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবার।
স্পোর্টি লুক ও 250cc ইঞ্জিন সহ উন্মোচিত হল নতুন Hero Karizma XMR 250
Hero XPulse 210-এ সামনে 21 ইঞ্চির ও পিছনে 18 ইঞ্চির স্পোকড হুইল সহ ডুয়েল-পারপাস টায়ার উপস্থিত। এছাড়া রয়েছে 4.2 ইঞ্চি TFT স্ক্রিন, যা ব্লুটুথ কানেক্টিভিটি প্রদান করবে। আবার কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন সহ আরও অনেক ফিচার রয়েছে। নতুন এই মডেলটি একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক হিসাবে ইতিমধ্যে নজর কেড়েছে এবং এতে অনেক উন্নত ফিচার যোগ হওয়ায় এর অফ-রোড ক্ষমতা ও হাইওয়ে পারফরম্যান্স আরও ভালো হবে বলে আশাবাদী সংস্থা।