Daring Nora Fatehi: ভারতীয় পোশাকেও বক্ষ যুগলের ভাঁজ দেখিয়ে সাহসী নোরা

আবারও ‘আইটেম গার্ল’ এসে গেছে পুরুষদের রাতে নিদ্রাহীন করতে। বলিউড অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi) তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সবেমাত্র কয়েকটি ফটো আপলোড করেছেন।    …

nora fatehi

short-samachar

আবারও ‘আইটেম গার্ল’ এসে গেছে পুরুষদের রাতে নিদ্রাহীন করতে। বলিউড অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi) তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সবেমাত্র কয়েকটি ফটো আপলোড করেছেন।

   

ইতিমধ্যেই সেই সকল ফটো ভাইরাল হয়ে পরে দর্শকদের মাঝে। অভিনেত্রীর পরনে ভারতীয় পোষাক থাকা সত্ত্বেও হয়ে উঠেছে মনোমোহিনী। নোরার পরনে রয়েছে পিচরঙের এমব্রডারী কাজ করা লেহেঙ্গা সঙ্গে খোলা চুল ও হালকা গয়না। ছবিটি পোস্ট হওয়া মাত্রই লাইক ছুঁয়েছে ৪ লাখের গন্ডি।

এই পোশাকেও অভিনেত্রী তার নিজের শরীরের লাশ্যময়োতাকে আড়াল করে রাখনি। মূলত অভিনেত্রীর বলিউড জগতে অভিনয় যাত্রা শুরু হয় ২০১৪সালের ‘রোরার:- টাইগার অফ দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। নোরা বলিউড মহলে অভিনেত্রী হয়ে কাজ শুরু করলেও বর্তমানে অভিনেত্রীর পরিচিতি হয়েছে আইটেম সং ডান্সার হিসাবে। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে হিন্দি চ্যানেল কালারস্-এ ‘ঝলক দিখলাজা’র অন্যতম বিচারক।