Sports News : আন্তর্জাতিক স্তরে ফের উড়ল ভারতের বিজয় পতাকা। বৃহস্পতিবার ইন্টারন্যাশানাল লং জাম্প মীটে সোনার পদক জিতেছেন ভারতের মুরলী শ্রীশংকর (Murali Sreeshankar)। গ্রীসে বসেছিল প্রতিযোগিতার আসর।
মুরলী শ্রীশংকরের সোনা জেতার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রীড়া মহলে। গ্রীসে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি ৮.৩১ মিটার দীর্ঘ লাফ দিয়ে কৃতিত্ব অর্জন করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, টোকিও অলিম্পিকে লং জাম্প ব্রোঞ্জ পদক অর্জনকারীর রেকর্ড ছিল ৮.২১ মিটার। তাই মুরলীকে কেন্দ্র করে ক্রমে চড়ছে প্রত্যাশার পারদ।
আরও পড়ুন: ২৫৩ রানের ‘অসাধারণ’ পার্টনারশিপ গড়লেন দুই বাঙালি
শ্রীশংকর পরিবার আদ্যন্ত খেলাপ্রেমী। মুরলীর মা, বাবা দু’জনেই প্রাক্তন খেলোয়াড়। উভয়েই নিজ কেরিয়ারে জিতেছিলেন পদক। ছেলেও সেই পথের পথিক।
শ্রীশংকরের বাবা এস মুরলী ছিলেন ট্রিপল জাম্পার। দক্ষিণ এশিয়া গেমসে রুপোর পদক জয় করেছিলেন। তাঁর স্ত্রী-ও রৌপ্য পদক বিজেতা। ১৯৯২ সালের এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের ৮০০ মিটার ইভেন্টে সম্মানিত হয়েছিলেন কেএস বিজিমল।