Cricket : ২৫৩ রানের ‘অসাধারণ’ পার্টনারশিপ গড়লেন দুই বাঙালি

Cricket : সাত ওভার শেষ হওয়ার আগেই পড়ে গিয়েছিল পাঁচ উইকেট। স্কোরবোর্ডে তখন ২৪ রান। সেখান থেকে দলকে টানলেন দুই বাঙালি। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Bangladesh vs…

Cricket

Cricket : সাত ওভার শেষ হওয়ার আগেই পড়ে গিয়েছিল পাঁচ উইকেট। স্কোরবোর্ডে তখন ২৪ রান। সেখান থেকে দলকে টানলেন দুই বাঙালি। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Bangladesh vs Sri Lanka) দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বললেন, ‘অসাধারণ’।

সোমবার দিনের শুরুতে ব্যাটিং ধসের সম্মুখে পড়েছিল বাংলাদেশ। সাত ওভার সম্পূর্ণ হওয়ার আগে পাঁচ উইকেট খুইয়েছিল তারা। শের ই বাংলা স্টেডিয়ামে তখন শ্রীলঙ্কার দুই পেসারের একপেশে দাপট। সেখান থেকে দলকে টেনে তুললেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।

প্রথম দিনের শেষেও বাংলাদেশের উইকেট পতনের সংখ্যা পাঁচ। মুশফিকুর, লিটনকে টলাতে পারেননি প্রতিপক্ষের কোনো বোলার। ২৫২ বল খেলে রহিমের নামের পাশে অপরাজিত ১১৫ রান। লিটনের নামের পাশে জ্বলজ্বল করছে ২২১ বলে অপরাজিত ১৩৫ রান।

এদিন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং অভিজ্ঞ তামিম ইকবাল সাজঘরে ফিরেছেন খালি হাতে। দু’জনেই আউট হয়েছেন শূন্য রানে। প্যাভিলিয়নে ফিরে যাওয়া বাকি তিন ব্যাটসম্যানের কেউ-ই দুই অংকের ঘরে রান করতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট পেয়েছেন কে রাজিথা এবং দু’টি উইকেট এ ফেরান্দর। সাত ওভারের মধ্যে পাঁচটি উইকেট পতনের বড় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও হয়তো ভাবতে পারেননি প্রথম দিনের খেলা তখনও বাকি আছে।

মীরপুরে এদিন মুশফিকুর এবং লিটন জুটিতে যে ইনিংসটা খেললেন তা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নজির হয়ে থাকবে। টেস্ট ক্রিকেটের ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ছাত্রদের এই পারফরম্যান্স দেখে অত্যন্ত খুশি দলের হেডস্যার রাসেল ডমিঙ্গো।

দিনশেষে সাংবাদিক সম্মলনে তিনি বলেছেন যে টেস্ট ক্রিকেটে এটি তাঁর দেখা অন্যতম সেরা জুটি। এক কথায় অসাধারণ। দুজনেই দারুণ লড়াই দিয়েছেন।