PSC Scam: পিএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি থেকে বরখাস্তের দাবি

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি মামলায় জেরবার রাজ্য সরকার। এবার পাবলিক সার্ভিস কমিশনের (PSC Scam) নিয়োগ নিয়ে আরও বিতর্ক। এমএসসি’র মতো পিএসসি দুর্নীতির বিতর্কে আরও…

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি মামলায় জেরবার রাজ্য সরকার। এবার পাবলিক সার্ভিস কমিশনের (PSC Scam) নিয়োগ নিয়ে আরও বিতর্ক।

এমএসসি’র মতো পিএসসি দুর্নীতির বিতর্কে আরও জড়াচ্ছে রাজ্য সরকার। নিয়োগ নিয়ে আরও দুর্নীতি আসছে। পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ হলো।

পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের অভিযোগ,দুই বছর ধরে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৭ সালে ডব্লিবিসিএস একজিকিউটিভ পরীক্ষায় প্রশান্ত বর্মন প্রথম হয়েছিল। আদালতে হলফনামা দিয়ে পিএসসির তরফে জানানো হয়েছে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় ১৩ পেয়েছিলেন। এখন কালচিনি ব্লকের বিডিও পদে আছেন।

বিক্ষোভকারীদর অভিযোগ, বিরাট দুর্নীতির এটা নামমাত্র নমুনা। আরও অভিযোগ, ওই বিডিও সাদা খাতা জমা দিয়ে পাশ করেছে। তকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

বিক্ষোভকারীদের সঙ্গে যৌথ আন্দোলন করেন বাম সংগঠন। দুর্নীতিগ্রস্তদের সরকারি চাকরিতে রাখা যাবে না দাবি উঠেছে।

বিক্ষোভকারীদের আরও দাবি, আইসিডিএস, ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে। একইসঙ্গে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে।