Mamata Banerjee: গোরু পাচার তদন্তে সিবিআই অভিযান, মমতার মন্তব্য ‘লক্ষ কেষ্ট তৈরি হবে’

গোরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে। অনুব্রতকে গ্রেফতারের পর থেকে নীরব ছিলেন তৃণমূল নেত্রী। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়…

Malaya and anubrata

গোরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে। অনুব্রতকে গ্রেফতারের পর থেকে নীরব ছিলেন তৃণমূল নেত্রী। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার্তা দিলেন, ‘কেঁচো খুঁড়তে গোখরো বেরিয়ে যাবে।’ তিনি আরও বলেন, একটা কেষ্ট ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর এমন মন্তব্যে তীব্র আলোড়ন। তিনি কি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর ভূমিকাকে সমর্থন করছেন? উঠছে এমন প্রশ্ন। হাজার হাজার কোটি টাকার গোরু পাচার মামলায় তৃ়ণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রতর সঙ্গে বিএসএফ কয়েকজন অফিসার ও বাংলাদেশে পাচার চক্রের সংযোগ নিয়ে তদন্ত করছে সিবিআই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআইয়ের মতো সংস্থাকে ব্যবহার করছে।

রাজ্য জুড়ে ইডি সিবিআই অভিযানে প্রবল বিড়ম্বনায় সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি কালো টাকা উদ্ধার, বিশাল বেআইনি সম্পত্তির হদিস পেয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করছে ইডি। তিনি জেলে আছেন। আর গোরু পাচার মামলায় কয়েক হাজার কোটি টাকার বিপুল বেআইনি লেনদেনে অভিযুক্ত অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে।

প্রিয় কেষ্ট তথা অনুব্রতর গ্রেফতারির পর থেকে তৃণমূল নেত্রী নীরব কেন বারবার কটাক্ষ আসছিল বিরোধীদের তরফে। বিড়ম্বনায় পড়ে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে দলের কোনও দায় নেই বলে জানায়। তবে মমতা ছিলেন চুপ। স্বাধীনতা দিবসের আগে তিনি মুখ খুললেন। মুখ্যমন্ত্রী বলেছেন,কেন্দ্র বিভিন্ন এজেন্সি ব্যবহার করছে। তিনি বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েও এদিন বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।