Tajmahal: তাজমহলে নামাজ পড়ে গ্রেফতার ৪ যুবক

আগ্রার তাজমহলের (Tajmahal) প্রাঙ্গণ থেকে নামাজ পড়া ৪ পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩ যুবক হায়দরাবাদের এবং একজন আজমগড়ের বলে খবর। জানা গিয়েছে, চারজন…

আগ্রার তাজমহলের (Tajmahal) প্রাঙ্গণ থেকে নামাজ পড়া ৪ পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩ যুবক হায়দরাবাদের এবং একজন আজমগড়ের বলে খবর। জানা গিয়েছে, চারজন তাজ কমপ্লেক্সে নির্মিত মসজিদে নামাজ পড়ছিলেন, যেখানে সেখানে শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ার অনুমতি রয়েছে।

পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ থেকে চার যুবক তাজমহল দেখতে আগ্রায় এসেছিলেন। তাজমহল পরিদর্শন শেষে চারজনই প্রাঙ্গণে নির্মিত মসজিদে পৌঁছে তারা নামাজ পড়া শুরু করেন। খবর পেয়ে তাজের নিরাপত্তায় নিয়োজিত সিআইএসএফ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার পর্যটককে আটক করে স্থানীয় তাজগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ১৫৩ ধারায় মামলা দায়ের করেছে।

প্রতি সপ্তাহের শুক্রবার তাজ কমপ্লেক্সে নির্মিত মসজিদে পরিচয়পত্র দেখিয়ে শুধুমাত্র স্থানীয় লোকজনকে নামাজের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়। এমতাবস্থায়, বাইরে থেকে আসা এই পর্যটকরা বুধবার নামাজ পড়েন, তারপরেই কড়া পদক্ষেপ নেয় তাজের দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। জওয়ানরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানিয়েছে, পর্যটকরা নিয়মের পরিপন্থী কাজ করেছেন। এতে পরিবেশ নষ্ট হতে পারত। এ কারণে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে পুলিশ তাদের কাগজপত্র যাচাই-বাছাই করতে ব্যস্ত।