Sikkim: সিকিমে ফের বিপদের মুখে পর্যটকরা, ৫০০ জনকে বাঁচাল সেনা

সিকিমে প্রায় ৫০০ জন আটকে থাকা পর্যটককে শনিবার উদ্ধার করল ভারতীয় সেনা। এদের মধ্যে রয়েছে প্রায় ৫৪ জন শিশু। প্রবল বৃষ্টির জেরে ধস নামে সিকিমের…

সিকিমে প্রায় ৫০০ জন আটকে থাকা পর্যটককে শনিবার উদ্ধার করল ভারতীয় সেনা। এদের মধ্যে রয়েছে প্রায় ৫৪ জন শিশু। প্রবল বৃষ্টির জেরে ধস নামে সিকিমের বহু জায়গায়। এর ফলে অনেক রাস্তাও বন্ধ হয়ে যায়।

শুক্রবার প্রবল বৃষ্টি হয় সিকিমের লাচেন, লাচুং এবং ছুংথাং-এ। এই মুষলধারে বৃষ্টির ফলে বিপত্তি ঘটে এবং ৫০০ জন পর্যটক আটকে পড়েন। তারা সকলেই লাচেন উপত্ত্যকা এবং লাচুং যাচ্ছিলেন। ধসের কারণে এই পর্যটকরা ছুংথাং-এ আটকে পড়েন।

প্রতিরক্ষা মুখপাত্র জানান যে এসডিএম ছুংথাং-এর অনুরোধ পেতেই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে। তিনি আরও জানান যে আটকে পড়া পর্যটকদের মধ্যে ছিলেন ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা এবং ৫৪ টি শিশু।

প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেন তাদের উদ্ধার করে তিনটে আলাদা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে গরম জামা কাপড় এবং খাবার দেওয়া হয়।

তিনটে মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা প্রত্যেক উদ্ধার হওয়া পর্যটকের শরীরের দিকে নজর রাখছে।