পথ দুর্ঘটনায় মৃত দীপ সিধু, ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের

পথ দুর্ঘটনায় মৃত্যু হল লালকেল্লায় হিংসা মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা দীপ সিধুর। বুধবার হরিয়ানার সোনিপথে এই অভিনেতা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পাঞ্জাবি এই অভিনেতার বিরুদ্ধে কৃষক…

পথ দুর্ঘটনায় মৃত্যু হল লালকেল্লায় হিংসা মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা দীপ সিধুর। বুধবার হরিয়ানার সোনিপথে এই অভিনেতা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পাঞ্জাবি এই অভিনেতার বিরুদ্ধে কৃষক আন্দোলনকে ভুল পথে চালনা করার অভিযোগ উঠেছিল।

অভিযোগ, ওই ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন দীপ।তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়। যদিও গোপন স্থান থেকেই সোশ্যাল মিডিয়ায় সিধু জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে পাল্টা প্রশ্ন তোলেন, ঘটনার দিন লালকেল্লায় ৫ লক্ষ লোক ছিল। অথচ সেদিনের ঘটনায় শুধু তাঁকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। কেন এমন করা হচ্ছে? প্রশ্ন তোলেন অভিনেতা। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের হাতে ধরা পড়েন তিনি। লালকেল্লার ওই ঘটনায় সিধুর আরও দুই সহযোগীর বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি হয়। এদের মধ্যে যুগরাজ সিংয়ের বিরুদ্ধে লালকেল্লায় ধর্মীয় পতাকা তোলার অভিযোগ ওঠে। সিধুর মৃত্যুতে লালকেল্লার তদন্তে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন দীপ নিজের গাড়ি করে দিল্লি থেকে পাঞ্জাব যাচ্ছিলেন। হঠাৎ একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সিধুর গাড়ি। আর তাতেই এই জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতার মৃত্যু হয়। যে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিধুর মৃত্যু হয়েছে সেই ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এদিন দিল্লি থেকে পাঞ্জাবের দিকে যাচ্ছিলেন দীপ। গাড়িতে দীপের সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী রিনা রাই। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগাতেই এই দুর্ঘটনা বলে দীপের ভাই সুজিত পুলিশকে জানিয়েছে। সুজিতের অভিযোগ, সামনের ট্রাকটি হঠাৎই দাঁড়িয়ে পড়ে। সে কারণে পিছনে থাকা দীপের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। তবে দীপের মৃত্যু হলেও তার বান্ধবী সুস্থই আছে। রিনার সেভাবে তেমন কোনও চোট লাগেনি। রিনাই ফোন করে বিষয়টি বাড়িতে জানান।

রিনার দাবি, ট্রাকটির সামনে কোনও বাধা ছিল না। রাস্তাও ছিল ভাল। তাই কী কারণে ট্রাকচালক হঠাৎই ব্রেক কষল তা নিয়ে সন্দেহ রয়েছে। দীপের ভাইয়ের দাবি ট্রাকচালকের কারণেই তাঁর দাদার মৃত্যু হয়েছে।