Bangladesh: প্রসেনজিতের ‘বান্ধবী’ ও শেখ হাসিনার সমর্থক নায়িকা নিপুণ পালানোর সময় ধৃত

বাংলাদেশ (Bangladesh) থেকে পালানোর সময় ধরা পড়লেন অভিনেত্রী (Nipun Akter) নিপুণ। তাকে আটক করা হয়েছে। অভিযোগ, তিনি ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ঢালিউড অভিনেত্রী…

nipun akter arrested bangladesh

short-samachar

বাংলাদেশ (Bangladesh) থেকে পালানোর সময় ধরা পড়লেন অভিনেত্রী (Nipun Akter) নিপুণ। তাকে আটক করা হয়েছে। অভিযোগ, তিনি ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থক বলেই পরিচিত। গতবছর (২০২৪) গণবিক্ষোভে শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হন। এরপর দীর্ঘ সময় নিপুণ নীরব ছিলেন। (nipun akter arrested bangladesh)

   

জানা গেছে পরিচয় গোপন করে বাংলাদেশ থেকে পালানোর আগে নিপুণ ধরা পড়েন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার বলে দাবি করেন নিপুণ আক্তার। চিত্রনায়িকা নিপুণকে চিনতে পেরে তাকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

পাসপোর্টে ভিন্ন নাম নিপুনের nipun akter arrested bangladesh

নিপুনের পাসপোর্টে নাম রয়েছে নাসরিন আক্তার। পাসপোর্টে স্থায়ী ঠিকানা ঢাকার বনানী উল্লেখ রয়েছে।  তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন প্রচার করতেন এই এ নায়িকা। আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেছিলেন তিনি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন বলে অভিযোগ। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।  

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। সিলেট বিমানবন্দরে মুখে মাস্ক পরে বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার এক পর্যায়ে তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের কর্মীরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ওই ফ্লাইটে তার যাত্রা বাতিল করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়।

সিনেমার মতো রঙিন জীবন নিপুণের nipun akter arrested bangladesh

১৯৮৪ সালে জন্ম নিপুণের। উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মস্কোতে কত্থক নৃত্য শিখেছিলেন।[এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। তিনি অভিনয়ের পাশাপাশি নিজস্ব একটি পার্লার পরিচালনা করেন। তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।

২০০৬ সাল পর্যন্ত, নিপুন তার স্বামী এবং একটি মেয়ে তানিশার সাথে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। বর্তমানে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। নিপুণের প্রাক্তন স্বামী মুহাম্মদ সাজ্জাদ হোসেন অপু আগস্ট ২০২৪ এ অভিযোগ করেন নিপুণ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের রক্ষিতা।

তিনি ২০১৩ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ

চট্টোপাধ্যায়ের সাথে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০০৬ সালে পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপোলি পর্দায় পা রাখেন।সাজঘর (২০০৭) এর জন্য ‘সেরা অভিনেত্রী’ এবং চাঁদের মত বউ (২০০৯) এর জন্য ‘সেরা পার্শ্ব অভিনেত্রী’ হিসেবে দু’বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুরস্কার পান।