শুক্রবার সকালেই ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ফের সাতসকালেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire at Hospital)। এবার শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন। খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাসপাতালে(Fire at Hospital) পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। কালো…

fire 3 শুক্রবার সকালেই ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ফের সাতসকালেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire at Hospital)। এবার শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন। খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাসপাতালে(Fire at Hospital) পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। খবর পেয়েই হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু।

জানা গিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন(Fire at Hospital) লাগে হাসপাতালে। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই লেলিহান শিখা ছরিয়ে পরে হাসপাতালের চারিপাশে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলবাহিনী। তবে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন(Fire at Hospital) নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

   

জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় সকল রোগীকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরাও।