ফুলটুসি বৈশাখীর গ্ল্যাক্সো বেবি শোভন: কুণাল ঘোষ

রূপে মুগ্ধ কুণাল! বৈশাখীর রূপে তৃণমূল কংগ্রেস মুথপাত্রর মুগ্ধতায় উদ্বেগ বাড়ছে শোভন চট্টোপাধ্যায়ের। কারণ, তাঁর ‘সিঁদুর পরানো বান্ধবী’ হলেন বৈশাখী। তৃণমূলে ফিরতে মরিয়া দুজনেই। দলনেত্রী…

রূপে মুগ্ধ কুণাল! বৈশাখীর রূপে তৃণমূল কংগ্রেস মুথপাত্রর মুগ্ধতায় উদ্বেগ বাড়ছে শোভন চট্টোপাধ্যায়ের। কারণ, তাঁর ‘সিঁদুর পরানো বান্ধবী’ হলেন বৈশাখী। তৃণমূলে ফিরতে মরিয়া দুজনেই। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এর পরেই কুণাল ঘোষের কটাক্ষ, “শোভন হচ্ছেন বৈশাখীর গ্ল্যাক্সো বেবি”।

তবে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বললেন, আমার সঙ্গে শোভন এবং বৈশাখীর ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না। একুশে ওরা আমাদের দলকে আক্রমণ করছিল। জবাব দিতে আমিও রাজনৈতিক আক্রমণ করছিলাম। এখন দল যদি ওদের গ্রহণ করে তাহলে আমার কিছু বলার নেই।

গত বছরের বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ফুলটুসি বলেছিলেন কুণাল। এখন বললেন, বৈশাখী দেখতে ভালো, ভালো সাজে, ভালো কথাও বলে। আমি দেখি আমার দেখতে ভালো লাগে। এর থেকে একটা বিষয় স্পষ্ট আগামী দিনে তৃণমূলের সঙ্গে দূরত্ব মিটিয়ে কাছাকাছি আসতে চলেছেন শোভন-বৈশাখী।

কুণাল ঘোষের ইঙ্গিত স্পষ্ট হয় নবান্নে গিয়ে মমতার সম্ভব শোভন-বৈশাখীর সাক্ষাতে। তৃণমূলে গুঞ্জন আসন্ন ২১ জুলাই সমাবেশে শোভন চট্টোপাধ্যায় ফের তৃ়নমূল কংগ্রেসে ফিরছেন। আর বৈশাখী জানান, সবই দিদির উপর নির্ভর করছে। শোভন দ্রুত রাজনীতিতে ফিরুক।

শোভন চট্টোপাধ্যায় বলেন, মমতাদির লক্ষ্য বাস্তবায়িত করাই আমার কাজ। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জায়গা নিশ্চয়ই আমার।

বিধানসভা ভোটের আগে শোভন-বৈশাখী সরাসরি বিজেপিতে যোগ দেন। ভোটে বিজেপি সরকার গড়তে পারেনি। আর শোভনও বিজেপির সঙ্গে দূরত্ব রাখতে থাকেন। এরপর তারা ফের তৃ়নমূলমু়খী।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। রত্না কলকাতা পুরনিগমের তণমূল কাউন্সিলর ও বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক।