আলিপুরে কী আছে ? ৫টি দলে CBI হানায় চমকে গেছে তৃণমূল

ইডির পরে এবার সাঁড়াশি আক্রমণে নেমেছে (CBI) সিবিআই। তদন্তের গতি বাড়িয়ে আলিপুর বহুতলে অভিযান। তল্লাশি কর্পোরেট সংস্থার খোঁজে। এক জোটে বেরিয়েছে সিবিআইয়ের ৫ টি টিম।…

ইডির পরে এবার সাঁড়াশি আক্রমণে নেমেছে (CBI) সিবিআই। তদন্তের গতি বাড়িয়ে আলিপুর বহুতলে অভিযান। তল্লাশি কর্পোরেট সংস্থার খোঁজে। এক জোটে বেরিয়েছে সিবিআইয়ের ৫ টি টিম। এতদিন চারিদিকে নজরে এসেছে দুর্নীতির বিরুদ্ধে ইডির তৎপরতা। এবার তদন্তের গতি বাড়িয়ে জোর কদমে এগিয়ে চলেছে সিবিআই। সাতসকালে আলিপুরের একটি বহুতলের কর্পোরেট অফিসে হানা সিবিআইয়ের।

সিবিআই সূত্রে খবর, সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একটি টিম ৮/১০ আলিপুর রোডে ভিসা নামক একটি বহু তলে পৌঁছায়। এরপরেই তারা ওই বিল্ডিং এ প্রবেশ করে। এবং তার শীর্ষকর্তার খোঁজে তল্লাশি শুরু করে। এরসঙ্গে সিবিআই একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় বিভিন্ন নথিপত্র, দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে তল্লাশি চালাচ্ছে।

   

এখনো পর্যন্ত জানা গিয়েছে এটি একটি ব্যাংক সংক্রান্ত দুর্নীতির মামলা। এর আগেও ইডি সিবিআইয়ের যৌথ উদ্যোগে নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে আরো বহু দুর্নীতির ঘটনা সামনে এসেছে। এরপর ফের সিবিআই-এর তৎপরতায় রীতিমতো সরগরম বিভিন্ন মহলে।