Siliguri: ইট দিয়ে থেঁতলে ছাত্রীকে খুনে অভিযুক্ত ধৃত

অস্বাভাবিক আচরণের কারণেই দ্রুত ধরা পড়ল শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া থানার রবীন্দ্রপল্লী সংলগ্ন এলাকায় ছাত্রী খুনে অভিযুক্ত কিশোর। ধৃতের নাম মহম্মদ আব্বাস। তার বিরুদ্ধে যৌন হেনস্থা…

অস্বাভাবিক আচরণের কারণেই দ্রুত ধরা পড়ল শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া থানার রবীন্দ্রপল্লী সংলগ্ন এলাকায় ছাত্রী খুনে অভিযুক্ত কিশোর। ধৃতের নাম মহম্মদ আব্বাস। তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও খুনের অভিযোগে তদন্ত চলছে।

সোমবার বিকেলে মাটিগাড়ায় একটি ফাঁকা জায়গায় ঝোপঝাড়ের মধ্যে থেকে ওই নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃতের পরনে স্কুলের পোশাক ছিল। দেখা যায় ছাত্রীর মাথায় বারবার ইঁটের আঘাত করা হয়েছে।তথ্য প্রমাণের ভিত্তিতে তদম্তে নামে পুলিশ। এক কিশোরকে এলাকা থেকে দ্রুত সাইকেল চালিয়ে যেতে দেখেছিলেন কয়েকজন। সেই তথ্য ধরে পুসিশের নাগালে আসে আব্বাস।

শিলিগুড়ির এসিপি রাজেন ছেত্রী, ডিসিপি অভিষেক গুপ্তা ও এবং মাটিগাড়া থানার পুলিশ তদন্তে নামে। ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ছাত্রী খুনের ঘটনায় ছড়াতে থাকে বিক্ষোভ। মঙ্গলবার সকালে পুলিশ জানায় এই খুনের ঘটনায় আব্বাসকে জড়িত সন্দেহে ধরা হয়েছে।  ওই ছাত্রীর সাথে কিশোরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানায় পুলিশ।