Chandrayaan 3: চাঁদে নামার শেষ ১৫ মিনিট ভীষণ বিপদের, প্রবল উদ্বেগে ইসরো

রুশ চন্দ্রাভিযান ব্যর্থ হয়ে গেছে। চাঁদে নামার ঠিক আগে জ্বলে গেছে লুনা ২ মহাকাশযান। ভারত পারবে চাঁদে ল্যান্ড করতে? চাঁদের বুকে ঠিকভাবে অবতরণ করতে পারবে…

রুশ চন্দ্রাভিযান ব্যর্থ হয়ে গেছে। চাঁদে নামার ঠিক আগে জ্বলে গেছে লুনা ২ মহাকাশযান। ভারত পারবে চাঁদে ল্যান্ড করতে? চাঁদের বুকে ঠিকভাবে অবতরণ করতে পারবে তো Chandrayaan 3 মিশনের বিক্রম। ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। শুরু হয়েছে কাউন্ট ডাউন। খুবই গুরুত্বপূর্ণ এই সময়টি। উত্তীর্ণ হতে পারেনি রাশিয়া। গোটা দেশ অপেক্ষা করছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যে ৬ টার পর চাঁদের মাটি স্পর্শ করবে ভারতের চন্দ্রযান ৩। কিন্তু এক্ষেত্রে তাকে বহু বাধার সম্মুখীন হতে হবে।

প্রথমত চাঁদ নিজেই ঘুরছে। চাঁদে নেই কোনও বায়ুমণ্ডল। এমন একটি জায়গায় পালকের ন্যায় অবতরণ করা সহজ নয়। পৃথিবীতে যেমন ভূমিকম্প হয় তেমনি হয় চাঁদেও। সেটাও বড় সমস্যা তৈরি করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিআইটিএম অধিকর্তা শুভব্রত চৌধুরী জানিয়েছেন, ” ওখানে কতগুলো হাই পাওয়ার ক্যামেরা রাখা রয়েছে। সেগুলো স্ক্যান করছে যে কোথায় চন্দ্রযান নামবে। ল্যান্ডিং যে মাটির উপরে হয় সেটা খুবই শক্ত। সুতরাং সেখানে যে লেগ গুলো করা হয়েছে তা অত্যন্ত শক্তভাবে তৈরি করা হয়েছে। দেখা যায় এই জায়গাটি ভালো নয় তাহলে অন্য জায়গায় শিফট করে ল্যান্ড করা যায়। পালকের মত নামবে। মোটামুটি ৫০ সেন্টিমিটার পার সেকেন্ড বা তার কম স্পিডে ধীরে ধীরে নামবে”। তবে আশার খবর এই যে, ইসরো বিজ্ঞানীরা যে নির্দেশ দিয়েছে তা ঠিকমতো পালন করছে চন্দ্রযান ৩। ফলে আশা করা হচ্ছে সবকিছুই চলবে ঠিকঠাক ভাবে।

চন্দ্রযান ৩ নিয়ে অন্ত নেই সাধারণ মানুষের আগ্রহের। তাই অনেকেই নজর রাখছেন ওয়েবসাইটে। কেউ কেউ আবার যোগাযোগ করছেন বিআইটিএমের সঙ্গে। তবে গোটা দেশ তথা বিশ্ব এখন নজরে রেখেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং। ভারতবাসীর কাছে এ যেন এক গর্বের বিষয় হবে যদি সঠিকভাবে চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে অবতরণ করতে পারে।