বিল্ডিং-এর ছাদ থেকে ঝাঁপ! আত্মহত্যা করলেন মালাইকার বাবা

সকাল সকাল আবার সংবাদের শিরোনামে উঠে এল মালাইকা আরোরার (Malaika Arora) নাম। জানা গেছে যে এই বিশিষ্ট বলিউড অভিনেত্রীর বাবা অনিল আরোরা নিজের বিল্ডিং-এর ছাদ…

বিল্ডিং-এর ছাদ থেকে ঝাঁপ! আত্মহত্যা করলেন মালাইকার বাবা

সকাল সকাল আবার সংবাদের শিরোনামে উঠে এল মালাইকা আরোরার (Malaika Arora) নাম। জানা গেছে যে এই বিশিষ্ট বলিউড অভিনেত্রীর বাবা অনিল আরোরা নিজের বিল্ডিং-এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করেছেন। বান্দ্রাতে তার যে ফ্ল্যাট ছিল, সেখান থেকেই ঝাঁপ দেন তিনি।

Advertisements

আবার বেশকিছু রিপোর্ট অনুযায়ী অনেকে এটিকে দুর্ঘটনা বলে দাবি করেছেন। ঠিক কী কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হলেন অভিনেত্রীর বাবা (Malaika Arora Father), তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট। মালাইকার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

   

মার্চেন্ট নেভিতে কাজ করতেন অনিল আরোরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় (Bandra) থানার পুলিশ। অভিনেত্রীর বাবার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan)।

তৈরি হত ভুয়ো ভোটার ও আধার কার্ড, মিলল হদিশ!

উল্লেখ্য, মালাইকা অরোরার যখন ১১ বছর বয়স ছিল তখন অভিনেত্রীর বাবা এবং তাঁর মায়ের বিচ্ছেদ হয়। তিনি তাঁর শৈশবের কথা উল্লেখ করে জানিয়েছিলেন যে, তাঁর শৈশব খুব দুর্দান্ত কাটলেও কঠিন সময়ও ছিল বেশকিছু। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে, সেইসময় থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন।

Advertisements

প্রসঙ্গত, বলিপাড়ার (Bollywood) গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে অন্যতম সফল অভিনেত্রী হলেন মালাইকা আরোরা। তাঁর মোহময়ী লুকে ঘায়েল হয় সিনেমাপ্রেমীরা। বর্তমানে, অভিনেত্রী অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গেই সম্পর্কে রয়েছেন।